Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
আর্সেনিক বিষক্রিয়া

আর্সেনিক বিষক্রিয়া

Подписчиков: 0, рейтинг: 0
আর্সেনিক বিষক্রিয়া
Arsenic contamination areas.jpg
পৃথিবীতে আর্সেনিক দূষণ কবলিত এলাকা
বিশেষত্ব বিষবিদ্যা
লক্ষণ তীব্র: বমি, তলপেট ব্যথা, watery উদরাময়
দীর্ঘস্থায়ী: মলিন ত্বক, কৃষ্ণসার ত্বক, ক্যান্সার
কারণ আর্সেনিক
রোগনির্ণয়ের পদ্ধতি মূত্র, রক্ত, or চুল পরীক্ষা
প্রতিরোধ আর্সেনিকমুক্ত পানু পানি পান
চিকিৎসা ডাইমারক্যাপ্টোসুসিনিক অ্যাসিড, ডায়মারক্যাপ্টোপ্রোপেন সালফোনেট
সংঘটনের হার >২০০ মিলিয়ন

আর্সেনিক বিষক্রিয়া হলো আর্সেনিক বাহিত রোগ। মানবদেহে যখন আর্সেনিকের মাত্রা অনেক বেড়ে যায় তখন সে অবস্থাকে আর্সেনিক বিষক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়। দীর্ঘসময় ধরে আর্সেনিকযুক্ত পানি খেলে এই রোগের প্রাদুর্ভাব শরীরে দেখা যায়। জ্বর, বমি, মাথা ব্যথা, শরীরে অস্বাভাবিক ব্যথা, রক্ত আমাশয় এবং উদরাময়কে এ রোগের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোগের লক্ষণ এবং পূর্বলক্ষণ

1.    প্রাথমিক অবস্থায় রোগীর গায়ে কালো কালো দাগ দেখা দেয় অথবা চামড়ার রং কালো হয়ে যায়। হাত ও পায়ের তালু শক্ত খসখসে হয়ে যায় এবং ছোট ছোট শক্ত গুটির মত দেখা দিতে পারে যা পরে কালো হয়ে যায়। গায়ের চামড়া মোটা ও খসখসে হয়ে যায়।

2.    পরবর্তীতে চামড়ার বিভিন্ন জায়গায় সাদা, লাল বা কালো দাগ দেখা যায়। হাত ও পা ফুলে ওঠে এবং হাত ও পায়ের তালু ফেটে শক্ত গুটি ওঠে।

3.    সবশেষে কিডনি, লিভার ও ফুসফুস বড় হয়ে যায় ও টিউমার হয়। হাত ও পায়ে ঘা হয় এবং পচন ধরে। চামড়া, মূত্রথলি এবং ফুসফুসে ক্যান্সার হতে পারে আবার কিডনি ও লিভার অকেজো হয়ে যেতে পারে। আবার পেটে ব্যথা, মাথায় ব্যথা, রক্ত বমি ও জন্ডিস হতে পারে।

কারণ

জৈব আর্সেনিক অজৈব আর্সেনিকের চেয়ে কম ক্ষতিকর। সামুদ্রিক খাবার আর্সেনোবেটাইন আকারে কম বিষাক্ত জৈব আর্সেনিকের একটি সাধারণ উৎস। ভোক্তা প্রতিবেদন দ্বারা ২০১২ সালে ফলের রস এবং চালে যে আর্সেনিকের রিপোর্ট করা হয়েছিল তা প্রাথমিকভাবে অজৈব আর্সেনিক ছিল। উচ্চ বিষাক্ততার কারণে, পশ্চিমা বিশ্বে আর্সেনিক খুব কমই ব্যবহৃত হয়। যদিও এশিয়াতে এটি এখনও একটি জনপ্রিয় কীটনাশক। আর্সেনিক প্রধানত পেশাগতভাবে দস্তা এবং তামার আকরিক গলানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

পানীয় জল

আর্সেনিক প্রাকৃতিকভাবে ভূগর্ভস্থ পানিতে পাওয়া যায় এবং উচ্চ পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্য হুমকির সম্মুখীন হতে পারে। দীর্ঘ সময় ধরে দূষিত কূপের পানি পান করার ফলে দীর্ঘস্থায়ী আর্সেনিক বিষক্রিয়া হয়। অনেক জলাশয়ে আর্সেনিক লবণের ঘনত্ব বেশি থাকে।

প্যাথোফিজিওলজি

রোগ শনাক্ত

চিকিৎসা

ইতিহাস

আরও দেখুন


Новое сообщение