Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ইনসেল
ইনসেল বা "অনিচ্ছাকৃত কৌমার্য" হলো এমন এক ধরনের পরিস্থিতি যেখানে বাসনা থাকার সত্ত্বেও একজন ব্যক্তি নিজের জন্য প্রণয়-সঙ্গী কিংবা জীবন-সঙ্গী খুঁজে পেতে অক্ষম রয়ে যান। এই ধরনের অবস্থার শিকার মানুষেরা অনলাইন জগতে নিজেদের ইনসেল (Incel) হিসেবে পরিচয় দেন যার পূর্ণরূপ Involuntary Celibacy (অনিচ্ছাকৃত কৌমার্য)। স্ব-ঘোষিত ইনসেলদের বেশিরভাগই হচ্ছেন শ্বেতাঙ্গ জাতি এবং এদের বেশিরভাগই একচেটিয়াভাবে বিষমকামি পুরুষ।
অনলাইন ফোরামগুলোতে হতাশাগ্রস্থ ইনসেলরা প্রায়ই নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে নারী বিদ্বেষ,বর্ণবাদ, মানবজাতির প্রতি ঘৃণা আর যাদের সক্রিয় যৌনজীবন রয়েছে, তাদের প্রতি নিজেদের ক্ষোভ উগড়ে দেন। ইন্টারনেট জগতে ইনসেলরা তাদের এই অবস্থানকে এক ধরনের উপসংস্কৃতি (অনলাইন সাবকালচার) হিসেবে বিধৃত করেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আইন রক্ষাকারী সংস্থা সাউদার্ণ পোভের্টি ল সেন্টার (SPLA) এই উপসংস্কৃতিকে পুরুষ আধিপত্যবাদ হিসেবে আখ্যায়িত করে এটিকে কালো তালিকায় ফেলে দেন।
এখন পর্যন্ত উত্তর-আমেরিকায় মোট ৪৫ জনের মতো প্রাণহানি ঘটেছে, যে হামলাগুলো ৪ জন ইনসেল দ্বারা পরিচালিত হয়েছিল।