Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ইসলামিক সলিডারিটি গেমস ২০২১
৫ম ইসলামিক সলিডারিটি গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | কোনিয়া | ||
দেশ | তুরস্ক | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৫৫ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৪২০০ | ||
বিষয়সমূহ | ৩৮০টি (১৯টি খেলায়) | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ৯ আগস্ট ২০২২ | ||
সমাপ্তি অনুষ্ঠান | ১৮ আগস্ট ২০২২ | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | রেজেপ তাইয়িপ এরদোয়ান | ||
ক্রীড়াবিদের শপথ | Öznur Cüre | ||
বিচারকদের শপথ | সেরকান কারাদেমির | ||
প্রধান মিলনস্থন | কোনিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি স্টেডিয়াম | ||
| |||
ওয়েবসাইট | konya2021 |
ইসলামিক সলিডারিটি গেমস ২০২১ (তুর্কি: 2021 İslami Dayanışma Oyunları) ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) কর্তৃক আয়োজিত ইসলামিক সলিডারিটি গেমসের ৫ম আসর। ২০২২ সালের ৯ থেকে ১৮ আগস্ট তুরস্কের কোনিয়াতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তুর্কি অলিম্পিক কমিটি এবারই প্রথম এ প্রতিযোগিতাটি আয়োজন করছে।
প্রতিযোগিতাটি ২০২১ সালের ২০ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২০-এর তারিখ কাছাকাছি সময়ে থাকায় ২০২০ সালের জুলাইয়ে আইএসএসএফ ইভেন্টটি পিছিয়ে ২০২১ সালের ১০ থেকে ১৯ সেপ্টেম্বর নেওয়ার কথা ঘোষণা করে। তবে, অংশগ্রহণকারী দেশগুলোতে কোভিড-১৯ পরিস্থিতির অবনতির কারণে ২০২১ সালের মে মাসে উক্ত তারিখটিও বাতিল করার ঘোষণা দেওয়া হয় এবং ২০২২-এর আগস্টে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্রীড়া
ইসলামিক সলিডারিটি গেমস ২০২১-এর ক্রীড়া কার্যক্রম |
---|
|
পঞ্জিকা
উঅ | উদ্বোধনী অনুষ্ঠান | ● | ইভেন্টর প্রতিযোগিতা | ১ | ইভেন্টর ফাইনাল | সঅ | সমাপনী অনুষ্ঠান |
আগস্ট | ৫ শুক্র |
৬ শনি |
৭ রবি |
৮ সোম |
৯ মঙ্গল |
১০ বুধ |
১১ বৃহ |
১২ শুক্র |
১৩ শনি |
১৪ রবি |
১৫ সোম |
১৬ মঙ্গল |
১৭ বুধ |
১৮ বৃহ |
ইভেন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
অনুষ্ঠান | উঅ | সঅ | |||||||||||||
তীরন্দাজী | ৫ | ● | ● | ● | |||||||||||
অ্যাথলেটিক্স | ৬ | ৮ | ৮ | ১১ | ৯ | ৪৩ | |||||||||
৩x৩ বাস্কেটবল | ● | ● | ● | ● | |||||||||||
বচি | ● | ● | ● | ১০ | |||||||||||
সাইক্লিং | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | |||||||||
ফেন্সিং | ● | ● | ● | ||||||||||||
ফুটবল | ● | ● | ● | ● | |||||||||||
জিমন্যাস্টিক্স | ● | ২ | ৬ | ● | ● | ● | |||||||||
হ্যান্ডবল | ● | ● | ● | ● | ● | ● | ● | ২ | |||||||
জুডো | |||||||||||||||
কারাতে | |||||||||||||||
কিকবক্সিং | |||||||||||||||
শ্যুটিং | ● | ● | ২ | ১ | ● | ● | |||||||||
সাঁতার | ৫ | ৪ | ৪ | ৪ | ৪ | ||||||||||
টেবিল টেনিস | ● | ২ | ● | ● | ২ | ● | ● | ||||||||
তায়কোয়ান্দো | ৪ | ৪ | ৪ | ৪ | |||||||||||
ভলিবল | ● | ● | ● | ● | ● | ● | ● | ২ | |||||||
ভারোত্তলন | ৯ | ১২ | |||||||||||||
কুস্তি | ৭ | ৮ | ৮ | ||||||||||||
পদক প্রতিযোগিতা | ২ | ২ | ৭ | ১৪ | ১৬ | ২৫ | ৪৮ | ৪৯ | |||||||
সর্বমোট | ২ | ৪ | ১১ | ২৫ | ৪১ | ৬৬ | ১১৪ | ১৬৩ | |||||||
আগস্ট | ৫ শুক্র |
৬ শনি |
৭ রবি |
৮ সোম |
৯ মঙ্গল |
১০ বুধ |
১১ বৃহ |
১২ শুক্র |
১৩ শনি |
১৪ রবি |
১৫ সোম |
১৬ মঙ্গল |
১৭ বুধ |
১৮ বৃহ |
মোট ইভেন্ট |
উৎস:
অংশগ্রহণকারী দেশসমূহ
ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের ৫৫টি সদস্য দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে, ২০২২ সালের মে মাসে মিশর জানায় যে, তারা প্রতিযোগিতাটিতে খেলোয়াড় পাঠাবে না। একই বছরের জুলাইয়ে ইরাক তাদের নাম প্রত্যাহার করে।
অংশগ্রহণকারী জাতীয় অলিম্পিক কমিটি |
---|
|
পদক তালিকা
* স্বাগতিক জাতি (তুরস্ক)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | তুরস্ক (TUR)* | ১৪৫ | ১০৭ | ৮৯ | ৩৪১ |
২ | উজবেকিস্তান (UZB) | ৫১ | ৪২ | ৬৫ | ১৫৮ |
৩ | ইরান (IRI) | ৩৯ | ৪৪ | ৫০ | ১৩৩ |
৪ | আজারবাইজান (AZE) | ২৯ | ৩৬ | ৩৪ | ৯৯ |
৫ | কাজাখস্তান (KAZ) | ২৭ | ২৩ | ৩৯ | ৮৯ |
৬ | মরক্কো (MAR) | ১৫ | ১৩ | ৩৪ | ৬২ |
৭ | ইন্দোনেশিয়া (INA) | ১৩ | ১৪ | ২৯ | ৫৬ |
৮ | বাহরাইন (BHR) | ৯ | ৭ | ৭ | ২৩ |
৯ | কিরগিজস্তান (KGZ) | ৮ | ৮ | ১৫ | ৩১ |
১০ | আলজেরিয়া (ALG) | ৭ | ১২ | ২৩ | ৪২ |
১১ | কুয়েত (KUW) | ৫ | ৯ | ২ | ১৬ |
১২ | তুর্কমেনিস্তান (TKM) | ৪ | ৬ | ১৩ | ২৩ |
১৩ | কাতার (QAT) | ৪ | ৩ | ৫ | ১২ |
১৪ | সংযুক্ত আরব আমিরাত (UAE) | ৩ | ২ | ৫ | ১০ |
১৫ | সৌদি আরব (KSA) | ২ | ১২ | ১০ | ২৪ |
১৬ | ক্যামেরুন (CMR) | ২ | ৬ | ৫ | ১৩ |
১৭ | উগান্ডা (UGA) | ২ | ৫ | ২ | ৯ |
১৮ | জর্ডান (JOR) | ২ | ৪ | ৬ | ১২ |
১৯ | মালয়েশিয়া (MAS) | ২ | ১ | ৪ | ৭ |
২০ | গাম্বিয়া (GAM) | ২ | ০ | ০ | ২ |
২১ | নাইজেরিয়া (NGR) | ১ | ৩ | ১ | ৫ |
২২ | সেনেগাল (SEN) | ১ | ১ | ৫ | ৭ |
২৩ | কোত দিভোয়ার (CIV) | ১ | ১ | ৩ | ৫ |
২৪ | ওমান (OMN) | ১ | ১ | ২ | ৪ |
২৫ | লিবিয়া (LBA) | ১ | ০ | ৩ | ৪ |
২৬ | নাইজার (NIG) | ১ | ০ | ১ | ২ |
বুর্কিনা ফাসো (BUR) | ১ | ০ | ১ | ২ | |
২৮ | পাকিস্তান (PAK) | ১ | ০ | ০ | ১ |
২৯ | তাজিকিস্তান (TJK) | ০ | ৩ | ৫ | ৮ |
৩০ | সুদান (SUD) | ০ | ২ | ১ | ৩ |
৩১ | তিউনিসিয়া (TUN) | ০ | ১ | ৬ | ৭ |
৩২ | লেবানন (LBN) | ০ | ১ | ৩ | ৪ |
৩৩ | ফিলিস্তিন (PLE) | ০ | ১ | ২ | ৩ |
বাংলাদেশ (BAN) | ০ | ১ | ২ | ৩ | |
৩৫ | জিবুতি (DJI) | ০ | ১ | ১ | ২ |
৩৬ | আলবেনিয়া (ALB) | ০ | ১ | ০ | ১ |
গিনি (GUI) | ০ | ১ | ০ | ১ | |
টোগো (TOG) | ০ | ১ | ০ | ১ | |
মালি (MLI) | ০ | ১ | ০ | ১ | |
৪০ | ইয়েমেন (YEM) | ০ | ০ | ২ | ২ |
৪১ | গিনি-বিসাউ (GBS) | ০ | ০ | ১ | ১ |
বেনিন (BEN) | ০ | ০ | ১ | ১ | |
মালদ্বীপ (MDV) | ০ | ০ | ১ | ১ | |
সিয়েরা লিওন (SLE) | ০ | ০ | ১ | ১ | |
মোট (৪৪টি জাতি) | ৩৭৯ | ৩৭৪ | ৪৭৯ | ১২৩২ |