Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ইসলামিক সলিডারিটি গেমস ২০২১

ইসলামিক সলিডারিটি গেমস ২০২১

Подписчиков: 0, рейтинг: 0
৫ম ইসলামিক সলিডারিটি গেমস
স্বাগতিক শহর কোনিয়া
দেশ  তুরস্ক
অংশগ্রহণকারী জাতিসমূহ ৫৫
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ৪২০০
বিষয়সমূহ ৩৮০টি (১৯টি খেলায়)
উদ্বোধনী অনুষ্ঠান ৯ আগস্ট ২০২২
সমাপ্তি অনুষ্ঠান ১৮ আগস্ট ২০২২
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেজেপ তাইয়িপ এরদোয়ান
ক্রীড়াবিদের শপথ Öznur Cüre
বিচারকদের শপথ সেরকান কারাদেমির
প্রধান মিলনস্থন কোনিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি স্টেডিয়াম
২০১৭ বাকু ২০২৫ ইয়াউন্দে  >
ওয়েবসাইট konya2021.com

ইসলামিক সলিডারিটি গেমস ২০২১ (তুর্কি: 2021 İslami Dayanışma Oyunları) ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) কর্তৃক আয়োজিত ইসলামিক সলিডারিটি গেমসের ৫ম আসর। ২০২২ সালের ৯ থেকে ১৮ আগস্ট তুরস্কের কোনিয়াতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তুর্কি অলিম্পিক কমিটি এবারই প্রথম এ প্রতিযোগিতাটি আয়োজন করছে।

প্রতিযোগিতাটি ২০২১ সালের ২০ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২০-এর তারিখ কাছাকাছি সময়ে থাকায় ২০২০ সালের জুলাইয়ে আইএসএসএফ ইভেন্টটি পিছিয়ে ২০২১ সালের ১০ থেকে ১৯ সেপ্টেম্বর নেওয়ার কথা ঘোষণা করে। তবে, অংশগ্রহণকারী দেশগুলোতে কোভিড-১৯ পরিস্থিতির অবনতির কারণে ২০২১ সালের মে মাসে উক্ত তারিখটিও বাতিল করার ঘোষণা দেওয়া হয় এবং ২০২২-এর আগস্টে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্রীড়া

ইসলামিক সলিডারিটি গেমস ২০২১-এর ক্রীড়া কার্যক্রম

পঞ্জিকা

উঅ উদ্বোধনী অনুষ্ঠান ইভেন্টর প্রতিযোগিতা ইভেন্টর ফাইনাল সঅ সমাপনী অনুষ্ঠান
আগস্ট
শুক্র

শনি

রবি

সোম

মঙ্গল
১০
বুধ
১১
বৃহ
১২
শুক্র
১৩
শনি
১৪
রবি
১৫
সোম
১৬
মঙ্গল
১৭
বুধ
১৮
বৃহ
ইভেন্ট
অনুষ্ঠান উঅ সঅ
তীরন্দাজী
অ্যাথলেটিক্স ১১ ৪৩
৩x৩ বাস্কেটবল
বচি ১০
সাইক্লিং
ফেন্সিং
ফুটবল
জিমন্যাস্টিক্স
হ্যান্ডবল
জুডো
কারাতে
কিকবক্সিং
শ্যুটিং
সাঁতার
টেবিল টেনিস
তায়কোয়ান্দো
ভলিবল
ভারোত্তলন ১২
কুস্তি
পদক প্রতিযোগিতা ১৪ ১৬ ২৫ ৪৮ ৪৯
সর্বমোট ১১ ২৫ ৪১ ৬৬ ১১৪ ১৬৩
আগস্ট
শুক্র

শনি

রবি

সোম

মঙ্গল
১০
বুধ
১১
বৃহ
১২
শুক্র
১৩
শনি
১৪
রবি
১৫
সোম
১৬
মঙ্গল
১৭
বুধ
১৮
বৃহ
মোট ইভেন্ট

উৎস:

অংশগ্রহণকারী দেশসমূহ

ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের ৫৫টি সদস্য দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে, ২০২২ সালের মে মাসে মিশর জানায় যে, তারা প্রতিযোগিতাটিতে খেলোয়াড় পাঠাবে না। একই বছরের জুলাইয়ে ইরাক তাদের নাম প্রত্যাহার করে।

অংশগ্রহণকারী জাতীয় অলিম্পিক কমিটি

পদক তালিকা

  *   স্বাগতিক জাতি (তুরস্ক)

ইসলামিক সলিডারিটি গেমস ২০২১-এর পদক তালিকা
অব জাতি স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
 তুরস্ক (TUR)* ১৪৫ ১০৭ ৮৯ ৩৪১
 উজবেকিস্তান (UZB) ৫১ ৪২ ৬৫ ১৫৮
 ইরান (IRI) ৩৯ ৪৪ ৫০ ১৩৩
 আজারবাইজান (AZE) ২৯ ৩৬ ৩৪ ৯৯
 কাজাখস্তান (KAZ) ২৭ ২৩ ৩৯ ৮৯
 মরক্কো (MAR) ১৫ ১৩ ৩৪ ৬২
 ইন্দোনেশিয়া (INA) ১৩ ১৪ ২৯ ৫৬
 বাহরাইন (BHR) ২৩
 কিরগিজস্তান (KGZ) ১৫ ৩১
১০  আলজেরিয়া (ALG) ১২ ২৩ ৪২
১১  কুয়েত (KUW) ১৬
১২  তুর্কমেনিস্তান (TKM) ১৩ ২৩
১৩  কাতার (QAT) ১২
১৪  সংযুক্ত আরব আমিরাত (UAE) ১০
১৫  সৌদি আরব (KSA) ১২ ১০ ২৪
১৬  ক্যামেরুন (CMR) ১৩
১৭  উগান্ডা (UGA)
১৮  জর্ডান (JOR) ১২
১৯  মালয়েশিয়া (MAS)
২০  গাম্বিয়া (GAM)
২১  নাইজেরিয়া (NGR)
২২  সেনেগাল (SEN)
২৩  কোত দিভোয়ার (CIV)
২৪  ওমান (OMN)
২৫  লিবিয়া (LBA)
২৬  নাইজার (NIG)
 বুর্কিনা ফাসো (BUR)
২৮  পাকিস্তান (PAK)
২৯  তাজিকিস্তান (TJK)
৩০  সুদান (SUD)
৩১  তিউনিসিয়া (TUN)
৩২  লেবানন (LBN)
৩৩  ফিলিস্তিন (PLE)
 বাংলাদেশ (BAN)
৩৫  জিবুতি (DJI)
৩৬  আলবেনিয়া (ALB)
 গিনি (GUI)
 টোগো (TOG)
 মালি (MLI)
৪০  ইয়েমেন (YEM)
৪১  গিনি-বিসাউ (GBS)
 বেনিন (BEN)
 মালদ্বীপ (MDV)
 সিয়েরা লিওন (SLE)
মোট (৪৪টি জাতি) ৩৭৯ ৩৭৪ ৪৭৯ ১২৩২

আরও দেখুন

বহিঃসংযোগ


Новое сообщение