ইসোমিপ্রাজল
| রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
|---|---|
| উচ্চারণ |
/ˌɛsoʊˈmɛprəˌzoʊl, |
| বাণিজ্যিক নাম | Nexium, many others |
|
এএইচএফএস/ ড্রাগস.কম |
মনোগ্রাফ |
| মেডলাইনপ্লাস | a699054 |
| লাইসেন্স উপাত্ত |
|
| গর্ভধারণ বিষয়শ্রেণী |
|
| প্রয়োগের স্থান |
মুখ, শিরাপথ। |
| এটিসি কোড | |
| আইনি অবস্থা | |
| আইনি অবস্থা |
|
| ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
| জৈবপ্রাপ্যতা | ৫০-৯০% |
| বিপাক | লিভার (CYP2C19, CYP3A4) |
| বর্জন অর্ধ-জীবন | ১-১.৫ ঘণ্টা |
| রেচন | ৮০% বৃক্কীয় ২০% মলের মাধ্যমে। |
| শনাক্তকারী | |
| |
| সিএএস নম্বর |
|
| পাবকেম সিআইডি | |
| ড্রাগব্যাংক |
|
| কেমস্পাইডার |
|
| ইউএনআইআই | |
| কেইজিজি |
|
| সিএইচইবিআই | |
| সিএইচইএমবিএল | |
| কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
| ইসিএইচএ ইনফোকার্ড | 100.149.048 |
| রাসায়নিক ও ভৌত তথ্য | |
| সংকেত | C17H19N3O3S |
| মোলার ভর | ৩৪৫.৪১৭g/mol |
| থ্রিডি মডেল (জেএসমোল) | |
| |
| |
ইসোমিপ্রাজল (ইংরেজি: Esomeprazole) হচ্ছে একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা H+/K+-এটিপেজ কে নিবৃত করার মাধ্যমে গ্যাস্ট্রিক এসিড নিঃসরণ কমায়। এটি ডিসপেপসিয়া, পেপ্টিক আলসার, গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ ও জলিনজার-এলিসন সিনড্রোম এর চিকিৎসায় ব্যবহৃত হয়।
ইসোমিপ্রাজল হলো ওমিপ্রাজল-এর এস-এনানশিওমার। ইসোমিপ্রাজল স্ট্রোনশিয়াম-এর জেনেরিক ভার্শন বিশ্বব্যাপী বিক্রিত হচ্ছে।
ব্যবহার
গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপ্টিক আলসার, ইসোফ্যাগাসের ক্ষয়মূলক প্রদাহের চিকিৎসায় ইসোমিপ্রাজল ব্যবহৃত হয়। এছাড়া দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ সেবনের ফলে সৃষ্ট পাকস্থলীর আলসার প্রতিরোধে ব্যবহার করা হয়। ক্রন্স ডিজিজের সাথে সম্পর্কিত অন্ত্রীয় ঘা এর চিকিৎসাতেও এর ব্যবহার রয়েছে।
পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ হচ্ছে মাথাব্যথা, পাতলা পায়খানা, বমিভাব, পেট ফাঁপা, ক্ষুধাবোধ কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যাওয়া, পেটব্যথা ইত্যাদি।
প্রোটন পাম্প ব্যবহারের সাথে নিতম্ব ভেঙে যাবার ঝুঁকি রয়েছে। এছাড়া ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ডায়রিয়া হবার সম্ভাবনা আছে। রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আলসার প্রতিরোধ করার জন্য এটা ব্যবহৃত হলেও এক্ষেত্রে নিউমোনিয়া হবার সম্ভাবনা ৩০% বেড়ে যায়।