Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
কণা শনাক্তকারী যন্ত্র
ফলিত কণা পদার্থবিদ্যায়, নিউক্লিয় পদার্থবিদ্যায় বা নিউক্লিয় কারিগরীবিদ্যায় কণা শনাক্তকারী যন্ত্র বা পার্টিকেল ডিটেক্টর বা রেডিয়েশন ডিটেক্টর যন্ত্রের সাহায্যে আয়নিত কণা গুলিকে চিহ্নিত করা বা তাদের সঞ্চার পথকে চিহ্নিত করা হয়। মূলত নিউক্লিয় বিঘটনের সময় বা মহাজাগতিক বিকিরণের সময় বা নিউক্লিয় কণা গুলিকে ত্বরান্বিত করার সময় এই ধরনের আয়নিত কণার সৃষ্টি হয়। এই যন্ত্রটি দ্বারা কনাগুলির ভরবেগ, স্পিন, চার্জ ইত্যাদি নানা বিষয়কে পরিমাপ করা যায়।
উদাহরণ এবং প্রকারভেদ
নানা ধরনের কণা শনাক্তকারী যন্ত্র আবিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে আয়নিত কণা শনাক্তকারী যন্ত্র এবং স্ফুলঙ্গযুক্ত কণা শনাক্তকারী যন্ত্র অন্যতম। এগুলি ছাড়াও সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে Čerenkov light ও transition radiation শনাক্তকরা হয়।
ঐতিহাসিক উদাহরণ
তেজস্ক্রিয় বিকিরণ শনাক্তকরণ এর জন্য নিম্নলিখিত যন্ত্রগুলি ব্যবহার হয় । এগুলি বাণিজ্যিকভাবে বহুল পরিমানে উৎপাদন করা হয়। মূলত আণবিক চুল্লি, চিকিৎসা বিষয়ক বা পরিবেশ সম্বন্ধীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- গ্যাস-আয়নিত ডিটেক্টর (Gas-Filled Detector)
- স্ফুলিঙ্ক গণক
- অর্ধপরিবাহী ডিটেক্টর
- ডোসিমিটার
- ইলেক্ট্রোস্কোপ
কণা ও নিউক্লিয় পদার্থবিদ্যায় ব্যবহৃত কিছু সাধারণ যন্ত্রাদি
- গ্যাসীয় আয়নিত ডিটেক্টর
-
Solid-state detectors
- semiconductor detectors and variants including CCDs
- solid-state track detectors
- Cherenkov detector
- Scintillation counter and associated Photomultiplier or Photodiode / Avalanche photodiode
-
Semiconductor detector
- Silicon Vertex Detector
- Transition radiation detector
- Calorimeters
- Microchannel plate detectors
- Neutron detectors