Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
কুয়াশা
আবহাওয়া |
---|
প্রকৃতি সিরিজের অংশ |
ঋতু |
ক্রান্তীয় মৌসুম |
ঝড়সমূহ |
বর্ষণ |
বিষয় |
কুয়াশা হল ভূমির সংস্পর্শে থাকা মেঘমালা। মেঘকেও আংশিকভাবে কুয়াশা বিবেচনা করা যায়, মেঘের যে অংশটুকু মাটির ওপরে বাতাসে ভাসমান থাকে তা কুয়াশা হিসেবে বিবেচিত নয়, তবে মেঘের ভূমির উঁচু অংশের সংস্পর্শে থাকা মেঘকে কুয়াশা বলা হয়। কুয়াশা আর ধোঁয়াশার মধ্যে পার্থক্য হল এদের ঘনত্বে, যা কিনা এদের ফলে সৃষ্ট দর্শনযোগ্যতার হ্রাস দ্বারা হিসাব করা হয়: কুয়াশার কারণে দর্শনযোগ্যতা ১ কিমির কম হয়, যেখানে ধোঁয়াশা দর্শনযোগ্যতা ২ কিমির বেশি হ্রাস করে না।
পৃথিবীর সর্বাধিক কুয়াশাচ্ছন্ন স্থান হল নিউফাউন্ডল্যান্ডের গ্রান্ড ব্যাংকস, যেখানে উত্তর দিক থেকে আসা শীতল লাব্রাডর প্রবাহ ও দক্ষিণ দিক থেকে আসা অপেক্ষাকৃত উষ্ণ গালফ প্রবাহ মিলিত হয়। সর্বাধিক কুয়াশাচ্ছন্ন ভূমি অঞ্চলের মধ্যে আছে পয়েন্ট রেয়েস, ক্যালিফোর্নিয়া। এবন আর্জেন্টিনা, নিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডর , যেখানে বছরের ২০০ দিনই কুয়াশায় ঢাকা থাকে। এমনকি এমনিতে উষ্ণ দক্ষিণ ইউরোপের নিম্নভূমি ও উপত্যকা অঞ্চলে ঘন কুয়াশা পড়ে, বিশেষত শরৎ ও গ্রীষ্মে।
পাদটীকা
- Maria K. Filonczuk, Daniel R. Cayan, Laurence G. Riddle, Variability of marine fog along the California coast, SIO-Reference, No 95-2, Climate Research Division, Scripps Institution of Oceanography, University of California San Diego, July 1995.
বহিসংযোগ
- What is the difference between ice fog and freezing fog?
- United States' current dense fog advisories from NOAA
- Current Western US fog satellite pictures from NOAA
- Lake Ontario Evaporative-Steam Fog Video
- Social & Economic Costs of Fog from "NOAA Socioeconomics" website initiative