Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

জন হাওয়ার্ড নরথ্রপ

Подписчиков: 0, рейтинг: 0
জন হাওয়ার্ড নরথ্রপ
John Howard Northrop.jpg
জন্ম (১৮৯১-০৭-০৫)৫ জুলাই ১৮৯১
মৃত্যু ২৭ মে ১৯৮৭(1987-05-27) (বয়স ৯৫)
মৃত্যুর কারণ আত্মহত্যা
জাতীয়তা মার্কিন
মাতৃশিক্ষায়তন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণ Studies of enzymes
পুরস্কার রসায়নে নোবেল পুরস্কার (১৯৪৬)
Daniel Giraud Elliot Medal (1939)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্র প্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
রকফেলার বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টা Jacques Loeb

জন হাওয়ার্ড নরথ্রপ একজন মার্কিন প্রাণরসায়নবিদ। তিনি ১৯৪৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

জন হাওয়ার্ড নরথ্রপের সাথে তার মা এলিস রিচ নর্থ্রপ

নরথ্রপ ১৮৯১ সালের ৫ জুলাই নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন প্রাণীবিজ্ঞানী এবং মা উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। নরথ্রপ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯১২ সালে বিএসসি, ১৯১৩ সালে এমএ এবং ১৯১৫ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৯ সালে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের ব্যাক্টেরিওলজির অধ্যাপক নিযুক্ত হন।

কর্মজীবন

তিনি দেখান যে এনজাইমের আদতে হলও প্রোটিন। তিনি প্রথম ব্যাকটেরিয়া ভাইরাস ও ডিফথেরিয়া অ্যান্টিটক্রিনকে বিচ্ছিন্ন করেছিলেন।

বহিঃসংযোগ


Новое сообщение