Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
জেইম মারে
জেইম মারে | |
---|---|
জন্ম |
Jaime Erica Murray
(1976-07-21) ২১ জুলাই ১৯৭৬
Hammersmith, London, England
|
পেশা | Actress |
কর্মজীবন | 2001–present |
দাম্পত্য সঙ্গী | Bernie Cahill (বি. ২০১৪) |
পিতা-মাতা |
|
স্বাক্ষর | |
জেইম এরিকা মারে (জন্ম ২১ জুলাই ১৯৭৬) একজন ইংরেজ অভিনেত্রী। তিনি বিবিসি ধারাবাহিক হাসল (২০০৪-২০১২)-এ স্ট্যাসি মনরো চরিত্রে, শোটাইম ধারাবাহিক ডেক্সটার (২০০৭)-এ লিলা ওয়েস্ট চরিত্রে, স্টারজ মিনিধারাবাহিক স্পার্টাকাস: গডস অফ দ্য এরিনা (২০১১)-এ গাইয়া চরিত্রে, সিডব্লিউ ধারাবাহিক রিঙ্গার (২০১১-২০১২)-এ অলিভিয়া চার্লস চরিত্রে, সাইফাই ধারাবাহিক ওয়ারহাউস ১৩ (২০১০–২০১৪)-এ হেলেনা জি. ওয়েলস চরিত্রে, সাইফাই ধারাবাহিক ডিফিয়েন্স (২০১৩–২০১৫)-এ স্টাহমা টার চরিত্রে, এবিসি ধারাবাহিক ওয়ান্স আপন এ টাইম (২০১৬-২০১৭) ফিওনা/দ্য ব্ল্যাক ফেয়ারি চরিত্রে, সিডব্লিউ ধারাবাহিক দ্য অরিজিনালস (২০১৮)-এ অ্যান্টোনেট চরিত্রে এবং গোথামে নাইসা আল ঘুল চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
মারে ১৯৭৬ সালের ২১ জুলাই হ্যামারস্মিথ, লন্ডন, ইংল্যান্ডে এলেন এবং বিলি মারের ঘরে জন্মগ্রহণ করেন। তার এ লেভেল শেষ করার ঠিক আগে, মারে ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে সংক্ষিপ্তভাবে দর্শন এবং মনোবিজ্ঞান অধ্যয়ন করেন, কিন্তু ড্রামা সেন্টার লন্ডনে প্রশিক্ষণের জন্য বাদ পড়েন, যেখানে তিনি ২০০০ সালে স্নাতক হন।