Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

জেমস হেটফিল্ড

Подписчиков: 0, рейтинг: 0
জেমস হেটফিল্ড
হেটফিল্ড ২০১২ সালে
হেটফিল্ড ২০১২ সালে
প্রাথমিক তথ্য
জন্ম নাম জেমস অ্যালান হেটফিল্ড
জন্ম (1963-08-03) আগস্ট ৩, ১৯৬৩
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ধরন হেভি মেটাল, থ্রাশ মেটাল, হার্ডরক, স্পিড মেটাল
পেশা সুরকার, গীতিকার, প্রযোজক
বাদ্যযন্ত্র গিটার, ভোকাল
কার্যকাল ১৯৭৮–বর্তমান
লেবেল ওয়ার্নার ব্রোস, ইলেক্ট্রা, মেগাফোর্স
ওয়েবসাইট www.metallica.com

জেমস অ্যালান হেটফিল্ড (ইংরেজি: James Alan Hetfield) আমেরিকান থ্রাশ মেটাল ব্যান্ড মেটালিকার সহ-প্রতিষ্ঠাতা, রিদম গিটারিস্ট এবং ভোকালিস্ট। তার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ১৯৬৩ সালে। ১৯৮১ সালে ড্রামার লারস উলরিচ যখন স্থানীয় একটি পত্রিকায় একজন গিটারিস্ট চেয়ে বিজ্ঞাপন দেন তখন হেটফিল্ড তাতে সাড়া দেন এবং এভাবেই মেটালিকা ব্যান্ড গঠন করেন। ২০০৯ সালে Joel McIver's book অনুসারে হেটফিল্ড বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মেটাল গিটারিষ্টের মধ্যে ৮ম স্থান পান এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ মেটাল ভোকালিষ্টদের মধ্যে ২৪তম স্থান পান Hit Parader এর তালিকায়। তিনি নয়বার গ্র্যামি এ্যাওয়ার্ড লাভ করেন।

প্রাথমিক জীবন

জেমস হেটফিল্ড জার্মান, ইংরেজি, আইরিশ ও স্কটিশ বংশদ্ভুত। তিনি ১৯৮১ সালে Orange County's Brea Olinda High School থেকে স্নাতক সম্পন্ন করেন। তার বাবা ভার্জিল ছিলেন ট্রাক চালক এবং তার মা সিনথিয়া ছিলেন অপেরা গায়িকা। হেটফিল্ডের বয়স যখন ১৬ বছর তখন তার মা মারা যান এবং হেটফিল্ড তার ভাই ডেভিড এর কাছে চলে আসেন। ১৯৮১ সালে হেটফিল্ডের সাথে ড্রামার লারস আলরিক এর পরিচয় হয়। তারপর তারা মেটালিকা ব্যান্ড গঠন করেন।

ডিস্কোগ্রাফি

মেটালিকা

বহিঃসংযোগ


Новое сообщение