টিউবারিয়াল লালাগ্রন্থি
Подписчиков: 0, рейтинг: 0
টিউবারিয়াল লালাগ্রন্থি (টিউবারিয়াল গ্রন্থি নামেও পরিচিত) হলো মানবদেহের নাসাগহ্বর ও গলার মধ্যবর্তী স্থানে প্রাপ্ত একজোড়া লালাগ্রন্থি।
বর্ণনা
টিউবারিয়াল গ্রন্থি নাসাগলবিলের পার্শ্বীয় দেয়ালে টোরাস টুবারিয়াসের সাথে সংলগ্ন অবস্থায় পাওয়া যায়। টিউবারিয়াল লালাগ্রন্থি পিএসএমএ দ্বারা যুক্ত থাকে। পিএসএমএ-র উপস্থিতির মাধ্যমেই এই অঙ্গ সর্বপ্রথম আবিষ্কৃত হয়।
ইতিহাস
নেদারল্যান্ডস ক্যানসার ইনস্টিটিউটের একদল ওলন্দাজ বিজ্ঞানী ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পেট/সিটি স্ক্যানের মাধ্যমে এই অঙ্গের সন্ধান পান।
গুরুত্ব
রেডিওথেরাপির ক্ষেত্রে এই অঙ্গ গুরুত্বপূর্ণ হতে পারে। ধারণা করা হচ্ছে, এই গ্রন্থিতে রেডিয়েশন পরিহারের মাধ্যমে রেডিওথেরাপির অনেক পার্শ্বপ্রতিক্রিয়া, বিশেষত জেরোস্টোমিয়া প্রতিরোধ করা যাবে।