Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

টেন্ডন
টেন্ডন
Подписчиков: 0, рейтинг: 0
টেন্ডন | |
---|---|
![]() The Achilles tendon, one of the tendons in the human body
| |
![]() টেন্ডনের একটি অংশের ক্ষুদ্র চিত্র ; H&E stain
| |
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | টেন্ডো |
মে-এসএইচ | D013710 |
টিএইচ | H3.03.00.0.00020 |
এফএমএ | FMA:9721 |
শারীরস্থান পরিভাষা |
একটি টেন্ডন বা সিনিউ হলো ঘন, শক্ত এবং তন্তুময় যোজক কলা, যা পেশীকে হাড়ের সাথে সংযুক্ত করে এবং উত্তেজনা সহ্য করতে সক্ষম।
লিগামেন্টের সাথে টেন্ডনের সাদৃশ্য রয়েছে; যেহেতু উভয়টিই কোলাজেন দিয়ে তৈরি। লিগামেন্ট একটি হাড়কে আরেকটি হাড়ের যুক্ত করে আর টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে।
গঠন
কলাস্থান বিদ্যা অনুযায়ী, টেন্ডন ঘন এবং শক্ত যোজক কলা দ্বারা গঠিত। টেন্ডনের প্রধান কোষীয় উপাদান হলো বিশেষ ধরনের ফাইব্রোব্লাস্ট যার নাম টেনোসাইট। টেনোসাইট টেন্ডনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সংশ্লেষণ করে, যা কোলাজেন ফাইবার এর মধ্যে অধিক পরিমাণে দেখা যায়। কোলাজেন ফাইবার গুলো একটি অপরটির সমান্তরালে থাকে।
এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স
একটি সাধারণ টেন্ডনের শুষ্ক ঘনত্ব, মোট ঘনত্বের ৩০-৪০% গঠন করে। যার মধ্যে রয়েছে
- ৬০-৮৫% কোলাজেন
- ৬০-৮০% কোলাজেন I
- ০-১০% কোলাজেন III
- ২% কোলাজেন IV
- ক্ষুদ্র পরিমাণ কোলাজেন V, VI এবং অন্যান্য