Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
টেফলন
নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
Poly(difluoromethylene)
| |
অন্যান্য নাম
Syncolon, Fluon, Poly(tetrafluoroethene), Poly(tetrafluoroethylene)
| |
শনাক্তকারী | |
সংক্ষেপন | PTFE |
কেমস্পাইডার |
|
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.১২০.৩৬৭ |
ইসি-নম্বর | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
বৈশিষ্ট্য | |
(C2F4)n | |
ঘনত্ব | ২২০০ kg/m3 |
গলনাঙ্ক | ৩২৭ °C |
Thermal conductivity | ০.২৫ W/(m·K) |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
না যাচাই করুন (এটি কি Yনা ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
টেফলন মূলত একধরনের প্লাস্টিক। এর রাসায়নিক নাম পলিটেট্রাফ্লুরোইথিলিন। এটি মুলত একধরনের পলিমার যা ফ্লুরোইথেনকে পলিমারাইজেশনের মাধ্যমে পাওয়া যায়।ক্লোরোডাইফ্লোরো মিথেন ও হাইড্রোক্লোরিক গ্যাসের মিশ্রণকে প্রায় ৯০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে টেট্রাফ্লোরো ইথিলিন উৎপন্ন হয়। টেট্রাফ্লোরো ইথিলিন কে যুত পলিমারকরণ প্রক্রিয়ায় ফেনটন বিকারক অর্থাৎ ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারঅক্সাইড এর দ্রবণের উপস্থিতিতে উত্তপ্ত করলে টেফলন বা পলিটেট্রাফ্লোরো ইথিলিন (PTFE) প্রস্তুত হয়। টেফলন খুবই নিষ্ক্রিয়, অদাহ্য, এসিড, ক্ষার ও জারক পদার্থের সাথে ক্রিয়াহীন, বিদ্যুৎ ও তাপ অপরিবাহী এবং অত্যন্ত শক্ত। এটি নন-স্টিকি প্লাস্টিক। রান্নার প্যানে টেফলন এর আঠালো ভাবহীন (নন-স্টিকিং) আবরণী দেয়া হয়। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অন্তরক হিসেবে, জাহাজের রজ্জু, বৈদ্যুতিক ভালভ প্রভৃতি তৈরিতে এর ব্যবহার আছে।