Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

ডিউরেক্স

Подписчиков: 0, рейтинг: 0
ডুরেক্স
ডিউরেক্স লোগো.svg
Condom box durex.jpg
ডিউরেক্স ফেদারলাইট কনডমের একটি বাক্স
মালিক রেকিট বেনকিজার
দেশ যুক্তরাজ্য
প্রবর্তন ১৯১৫ (1915) (লন্ডন রাবার কোম্পানি হিসাবে)
পূর্ববর্তী মালিক এসএসএল ইন্টান্যাশনাল
ওয়েবসাইট www.durex.com

ডিউরেক্স বা ডুরেক্স হল ব্রিটিশ কোম্পানি রেকিট বেনকিজারের মালিকানাধীন কনডম এবং ব্যক্তিগত পিচ্ছিলকারক পদার্থের একটি মার্কা বা ব্র্যান্ড। এটি লন্ডন রাবার কোম্পানি এবং ব্রিটিশ ল্যাটেক্স প্রোডাক্টস লিমিটেডের অধীনে প্রাথমিকভাবে লন্ডনে বিকশিত হয় ও ১৯৩২ এবং ১৯৯৪ সালের মধ্যে সেখানে উৎপাদিত হত। লন্ডন রাবার কোম্পানি ১৯১৫ সালে গঠিত হয়, এবং ডিউরেক্স নামের মার্কাটি ("স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা, এবং শ্রেষ্ঠত্ব") ১৯২৯ সালে চালু করা হয়। ১৯৩২ সালে একজন রাবার প্রযুক্তির ছাত্র পোল্যান্ডের লুসিয়ান ল্যান্ডউয়ের সহযোগিতায় লন্ডন রাবার কোম্পানি নিজস্ব-ব্রান্ডের কনডম তৈরি করা শুরু করে।

লন্ডন রাবার কোম্পানি এবং ডিউরেক্স কনডমের ইতিহাস নিয়ে লেখা প্রথম বইটি ২০২০ সালের সেপ্টেম্বরে ম্যাকগিল-কুইন্স ইউনিভার্সিটি প্রেস দ্বারা প্রকাশিত হয়। বইটি লিখেন জেসিকা বোর্গ।

বহিঃসংযোগ



Новое сообщение