Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ডেক্সল্যানসোপ্রাজল

ডেক্সল্যানসোপ্রাজল

Подписчиков: 0, рейтинг: 0
ডেক্সল্যানসোপ্রাজল
Dexlansoprazole.svg
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য
এএইচএফএস/
ড্রাগস.কম
মনোগ্রাফ
মেডলাইনপ্লাস a695020
লাইসেন্স উপাত্ত
গর্ভধারণ
বিষয়শ্রেণী
  • US: বি (অমানবেতর পড়াশোনায় কোনও ঝুঁকি নেই)
প্রয়োগের
স্থান
মুখ
ঔষধ বর্গ প্রোটন পাম্প ইনহিবিটর
এটিসি কোড
আইনি অবস্থা
আইনি অবস্থা
ফার্মাকোকাইনেটিক উপাত্ত
রেচন বৃক্কীয় পথে ৫০% ও মলের মাধ্যমে ৪৭%
শনাক্তকারী
  • (R)-(+)-2-([3-methyl-4-(2,2,2-trifluoroethoxy)pyridin-2-yl]methylsulfinyl)-1H-benzo[d]imidazole
সিএএস নম্বর
পাবকেম সিআইডি
আইইউপিএইচএআর/
বিপিএস
কেমস্পাইডার
ইউএনআইআই
কেইজিজি
সিএইচইএমবিএল
ইসিএইচএ ইনফোকার্ড 100.215.667
রাসায়নিক ও ভৌত তথ্য
সংকেত C16H14F3N3O2S
মোলার ভর ৩৬৯.৩৬৩g/mol
থ্রিডি মডেল (জেএসমোল)
  • n1c2ccccc2[nH]c1[S@](=O)Cc3nccc(c3C)OCC(F)(F)F
  • InChI=1S/C16H14F3N3O2S/c1-10-13(20-7-6-14(10)24-9-16(17,18)19)8-25(23)15-21-11-4-2-3-5-12(11)22-15/h2-7H,8-9H2,1H3,(H,21,22)/t25-/m1/s1 ☒না
  • Key:MJIHNNLFOKEZEW-RUZDIDTESA-N ☒না

ডেক্সল্যানসোপ্রাজল (ইংরেজি: Dexlansoprazole) হলো প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ যা পাকস্থলীয় অম্ল হ্রাসে সাহায্য করে। এটি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর কার্যকারিতা অন্যান্য প্রোটন পাম্প ইনহিবিটর এর মতোই এটি মুখের মাধ্যমে সেবন করতে হয়।

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে উদরাময়, পেটব্যথা ও বমনেচ্ছা। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো অস্থিক্ষয়, রক্তে ম্যাগনেশিয়াম ঘাটতি, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল সংক্রমণ, অ্যানাফিল্যাক্সিস ও নিউমোনিয়া গর্ভকালীন ও স্তন্যদুগ্ধ পান করানোর সময় এর ব্যবহার কতটুকু নিরাপদ তা এখনো নিশ্চিত না। এটি পাকস্থলীর প্যারাইটাল কোষের হাইড্রোজেন পটাসিয়াম এটিপেজ(H+/K+-ATPase) কে নিবৃত্ত করার মাধ্যমে কাজ করে।

ডেক্সল্যানসোপ্রাজল ওষুধটি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমতি পেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ওষুধের একমাস ব্যবহারের খরচ বর্তমানে প্রায় ২৭০ মার্কিন ডলার।

ব্যবহার

ক্ষয়মূলক অন্ননালীয় প্রদাহ ও গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স রোগের সাথে সম্পর্কিত বুকজ্বালার চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। এটি রাসায়নিকভাবে সম্পর্কিত ল্যানসোপ্রাজল এর তুলনায় বেশিক্ষণ কাজ করেI তবে অন্যান্য প্রোটন পাম্প ইনহিবিটরের তুলনায় ভালো কাজ করে এরকম কোনো প্রমাণ নেই।

পার্শ্বপ্রতিক্রিয়া

গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ (≥২%) হচ্ছে উদরাময়, পেটব্যথা, পেটফাঁপা, বমনেচ্ছা, বমি, ঊর্ধ্ব শ্বাসনালির সংক্রমণ।

কার্য কৌশল

ল্যানসোপ্রাজলের মতো ডেক্সল্যানসোপ্রাজল প্রোটন পাম্পের সাথে স্থায়ীভাবে বন্ধন তৈরি করে এটাকে অবরুদ্ধ করে এবং পাকস্থলীয় অম্ল তৈরি প্রতিরোধ করে।

ইতিহাস

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন ২০০৯ সালে এই ওষুধের অনুমোদন দেয়। কানাডায় ২০১০ সালে এবং মেক্সিকোতে ২০১১ সালে অনুমোদন পায়।

টেমপ্লেট:Proton-Pump Inhibitors


Новое сообщение