Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট

ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট

Подписчиков: 0, рейтинг: 0
ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট
রোগনির্ণয়
Dexamethasone structure.svg

ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট ( ডিএসটি ) অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। এ পরীক্ষায় মৌখিক ডোজ বা ডেক্সামিথাসন ইনজেকশনের প্রতিক্রিয়ায় কর্টিসলের মাত্রার পরিবর্তন লক্ষ্য করা হয়। এটি সাধারণত কুশিং সিনড্রোম নির্ণয় করতে ব্যবহৃত হয়।

প্রথমদিকে বিষণ্নতা নির্ণয়ের জন্য ডিএসটি ব্যবহার করা হতো। কিন্তু ১৯৮৮ সাল নাগাদ এটি কুশিং সিন্ড্রোম নির্ণয়ে ব্যবহৃত হয়ে আসছে।

শারীরবৃত্তি

ডেক্সামিথাসন হলো একটি বহির্জাত স্টেরয়েড যা পিটুইটারি গ্রন্থিতে অ্যাড্রেনোকোর্টিকোট্রপিক হরমোন (ACTH) নিঃসরণকে দমন করতে নেতিবাচক প্রতিক্রিয়া প্রদান করে। বিশেষত, ডেক্সামিথাসন পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির গ্লুকোকোর্টিকয়েড রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়। যা সাধারনত ব্লাড-ব্রেইন ব্যারিয়ারের বাইরে থাকে।

পরীক্ষার পদ্ধতি

বিভিন্ন ধরনের ডিএসটি পদ্ধতি রয়েছে:

  1. রাত্রিকালীন ডিএসটি - ডেক্সামিথাসনের একটি মৌখিক ডোজ রাত ১১ টা থেকে মধ্যরাতের মধ্যে দেওয়া হয় এবং পরের দিন সকাল ৮ - ৯ টার মধ্যে কর্টিসলের মাত্রা পরিমাপ করা হয়
  2. দুই দিনের ডিএসটি - এর মধ্যে ২ দিনের জন্য ছয় ঘণ্টার ব্যবধানে ডেক্সামিথাসনের মৌখিক ডোজ দেওয়া জড়িত, চূড়ান্ত ডোজ দেওয়ার ৬ ঘন্টা পরে কর্টিসলের মাত্রা পরিমাপ করা হয়।
  3. শিরায় ডিএসটি
  4. ডেক্সামিথাসন-সিআরটি পরীক্ষা

ব্যাখ্যা

ডোজ

বহিঃসংযোগ

  • থিওডোর সি ফ্রিডম্যান, MD, Ph.D. মেডিসিন-ইউসিএলএর চেয়ারম্যান অধ্যাপক, অভ্যন্তরীণ মেডিসিন বিভাগ চার্লস আর. ড্রিউ ইউনিভার্সিটি (2013)। http://www.goodhormonehealth.com/talks/cushings-MAGIC-13.ppt

Новое сообщение