Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

ডেটল

Подписчиков: 0, рейтинг: 0
ডেটল
ডেটল লোগো.jpg
পণ্যের ধরন এন্টিসেপটিক
মালিক রেকিট বেনকিজার
দেশ যুক্তরাজ্য
প্রবর্তন ১৯৩২ (1932)
সম্পর্কিত ব্র্যান্ড লাইসল, একই সংস্থা দ্বারা তৈরি অন্য পণ্য
বাজার বিশ্বব্যাপী (যু্ক্তরাষ্ট্র বাদে)
দূত Funke Akindele-Bello
ট্যাগলাইন "স্মৃতি রাখুন, তবে ব্যাকটিরিয়া নয়"
ওয়েবসাইট dettol.co.uk

ডেটল (প্যারাক্লোরোমেটাক্সিজাইলেনল বা পিসিএমএক্স নামেও পরিচিত) হল এক ধরনের জীবাণুনাশক তরল4-ক্লোরো-2,3-ডাইমিথাইলফেনল নামের এই জৈব যৌগটির বাণিজ্যিক নাম ডেটল। এর প্রস্তুতকারক যুক্তরাজ্যের রেকিট বেনকিসার নামক প্রতিষ্ঠান।

গাঠনিক উপাদান

ডেটলের মধ্যে ক্লোরোজাইলেনল (C8H9ClO), আইসো প্রোপানল, পাইন অয়েল, ক্যাস্টার অয়েল, সাবানপানি থাকে। তবে ক্লোরোজাইলেনলই মুখ্য উপাদান। ডেটলে এর পরিমাণ প্রায় ৪.৮% (W/V)। এর অণুতে -OH মূলকের সংখ্যা ৩টি, তাই পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করে এটি পানিতে খুবই কম পরিমাণে দ্রবীভূত হয়। এর অন্য উপাদান, পাইন অয়েল অপোলার দ্রাবক। দ্রবণে উক্ত দ্রাবক যোগ করে ক্লোরোজাইলেনলের দ্রাব্যতা বাড়ানো হয়। ক্ষারীয় করার জন্য দ্রবণে সাবান যোগ করা হয় এবং এর ফলে ক্লোরোজাইলেনলের দ্রাব্যতা আরো বাড়ে। এরই সাথে প্রয়োজনীয় আইসো প্রোপানল ও পানি যোগ করে ডেটল উৎপাদন শেষ করা হয়।

ডেটলের pH মান ১০-এর মধ্যেই নিয়ন্ত্রণ করা হয়।

ব্যবহারপ্রণালী

এটি গাঢ় বাদামি রং এর তরল, একে অবশ্যই পানি মিশ্রিত (প্রায় সকল জীবাণুনাশক তরল) করে ব্যবহার করতে হয়, নয়ত নরম চামড়া (চোখের নিচে, মুখ) পুড়ে যেতে পারে।পচন নিবারক হিসাবে ডেটল ব্যবহার হয়।

টীকা

  • গুহ, সঞ্জিত কুমার (২০১৪)। উচ্চ মাধ্যমিক রসায়ন (২য় পত্র)। বাংলাদেশ: লেকচার পাবলিকেশন্স লি.। আইএসবিএন 978-984-90643-3-6 
  • ড. গাজী মোঃ আহসানুল কবীর, ড. মোঃ রবিউল ইসলাম (২০১৫)। উচ্চ মাধ্যমিক রসায়ন (২য় পত্র)। বাংলাদেশ: এবাকাস পাবলিকেশন্স লি.। আইএসবিএন 978-984-33-7676-3 

Новое сообщение