নভেম্বর ২০১৭ মিশর হামলা
Подписчиков: 0, рейтинг: 0
| নভেম্বর ২০১৭ মিশর হামলা | |
|---|---|
| মিশরে সন্ত্রাসী হামলা -এর অংশ | |
| স্থান | মিশরের সিনাইয়ের আল-রাওদাহ মসজিদের সামনে |
| স্থানাংক | ৩১°০২′২২″ উত্তর ৩৩°২০′৫২″ পূর্ব / ৩১.০৩৯৪৫৮° উত্তর ৩৩.৩৪৭৮৩০° পূর্ব / 31.039458; 33.347830 |
| তারিখ | ২৪ নভেম্বর ২০১৭ |
| হামলার ধরন | বোমা হামলা, গুলি বর্ষণ |
| নিহত | ২৩৫ + |
| আহত | ১০৯ |
| হামলাকারী দল | ইসলামিক স্টেট |
নভেম্বর ২০১৭ মিশর হামলা হলো ২০১৭ সালের ২৪ নভেম্বর তারিখে মিশরের উত্তর সিনাইয়ের আল আরিশের বির আল-আবেদ শহরের আল-রাওদাহ মসজিদে এক ভয়াবহ সশস্ত্র হামলা, যাতে ২৭০ জনেরও অধিক নিহত এবং আহত হয়েছে আরও ১০০ জনেরও অধিক।
বিবরণ
২০১৭ সালের ২৪ নভেম্বর ছিলো শুক্রবার; ফলে ইসলাম ধর্মাবলম্বীরা শুক্রবারে পালনীয় তাদের বিশেষ নামাজে অংশে নেয়ার সময় সিনাই উপত্যকার উত্তরাঞ্চলীয় শহর আল আরিশের বির আল-আবেদের আল-রাওদাহ মসজিদে এই হামলার ঘটনাটি ঘটে।