Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
পটাসিয়াম ব্রোমাইড
শনাক্তকারী | |
---|---|
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
সিএইচইবিআই |
|
সিএইচইএমবিএল | |
কেমস্পাইডার |
|
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০২৮.৯৩৭ |
ইসি-নম্বর | |
পাবকেম CID
|
|
আরটিইসিএস নম্বর |
|
ইউএনআইআই |
|
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
| |
বৈশিষ্ট্য | |
KBr | |
আণবিক ভর | 119.002 g/mol |
বর্ণ | white solid |
গন্ধ | odorless |
ঘনত্ব | 2.74 g/cm3 |
গলনাঙ্ক | ৭৩৪ °সে (১,৩৫৩ °ফা; ১,০০৭ K) |
স্ফুটনাঙ্ক | ১,৪৩৫ °সে (২,৬১৫ °ফা; ১,৭০৮ K) |
535 g/L (0 °C) 678 g/L (25 °C) 1020 g/L (100 °C) |
|
দ্রাব্যতা | very slightly soluble in diethyl ether |
দ্রাব্যতা in glycerol | 217 g/L |
দ্রাব্যতা in ethanol | 47.6 g/L (80 °C) |
−49.1·10−6 cm3/mol | |
প্রতিসরাঙ্ক (nD) | 1.559 |
গঠন | |
স্ফটিক গঠন | Sodium chloride(Face-centered cubic) |
Coordination geometry |
octahedral |
ডায়াপল মুহূর্ত | 10.41 D (gas) |
ঔষধসংক্রান্ত | |
ATC code | |
ঝুঁকি প্রবণতা | |
জিএইচএস চিত্রলিপি | |
জিএইচএস সাংকেতিক শব্দ | সতর্কতা |
জিএইচএস বিপত্তি বিবৃতি | H319 |
জিএইচএস সতর্কতামূলক বিবৃতি | P280, P305+351+338, P337+313 |
এনএফপিএ ৭০৪ | |
প্রাণঘাতী ডোজ বা একাগ্রতা (LD, LC): | |
LD৫০ (মধ্যমা ডোজ)
|
3070 mg/kg (oral, rat) |
সম্পর্কিত যৌগ | |
অন্যান্য অ্যানায়নসমূহ
|
Potassium fluoride Potassium chloride Potassium iodide |
অন্যান্য ক্যাটায়নসমূহ
|
Lithium bromide Sodium bromide Rubidium bromide Caesium bromide Francium bromide |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
না যাচাই করুন (এটি কি Yনা ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
পটাসিয়াম ব্রোমাইড (KBr) একটি লবণ, মৃগীরোগনিরোধী চিকিৎসা ও ব্যথানাশক হিসেবে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ও বিংশ শতাব্দীর প্রথমভাগে যার ব্যবহার প্রচলিত ছিল। ১৯৭৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে এসব কাজে পটাসিয়াম ব্রোমাইড ব্যবহার করা হতো। ব্রোমাইড আয়নের উপর ক্রিয়াশীলতার কারণে পশুচিকিৎসায় (উদাহরণস্বরূপ বলা যায়- কুকুরের রোগ নিরাময়) পটাসিয়াম ব্রোমাইডের উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে।
সাধারণত পটাসিয়াম ব্রোমাইড সাদা স্ফটিকীভূত গুঁড়োর মত দেখতে হয়। এটি পানিতে সহজেই দ্রবণীয় ; কিন্তু অ্যাসিটোনাইট্রাইলে অদ্রবণীয়। এর জলীয় দ্রবণ মিষ্ট স্বাদযুক্ত হয়। তবে অধিক ঘনীভূত জলীয় দ্রবণ তিক্ত ও ততোধিক ঘনীভূত জলীয় দ্রবণ লবণাক্ত স্বাদের হয়ে থাকে। পটাসিয়াম আয়নের ধর্মের ফলেই মূলত এরূপ হয়ে থাকে। অপরপক্ষে, সোডিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণ যেকোনো ঘনমাত্রায়ই নোনতা অনুভূত হয়। পটাসিয়াম ব্রোমাইডের উচ্চ ঘনমাত্রার জলীয় দ্রবণ গ্যাস্ট্রিক মিউকাস পর্দাকে উত্তেজিত করে। এর দরুন বমনেচ্ছা (Nausea) জাগ্রত হয়। কোনো কোনো ক্ষেত্রে বমি হয়ে যেতে পারে।
রাসায়নিক বৈশিষ্ট্য
পটাসিয়াম ব্রোমাইড এক প্রকার আয়নিক লবণ ; জলীয় দ্রবণে এর PH (জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম) ৭ এর কাছাকাছি। এটি ব্রোমাইড আয়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। ফটোগ্রাফিক ফিল্ম তৈরির জন্য সোডিয়াম ব্রোমাইড তৈরিতে নিচের বিক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ (জলীয় পটাসিয়াম ব্রোমাইড ও জলীয় সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় কঠিন পটাসিয়াম ব্রোমাইড ও জলীয় পটাসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়):
জলীয় দ্রবণে পটাসিয়াম ব্রোমাইডের ব্রোমাইড আয়ন (Br-) কিছু কিছু ধাতব হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে জটিল যৌগ উৎপন্ন করে। উদাহরণস্বরূপ -পটাসিয়াম ব্রোমাইডের সঙ্গে কপার ব্রোমাইডের বিক্রিয়ার ফলে জটিল যৌগ পটাসিয়াম কপার টেট্রাব্রোমাইড উৎপন্ন হয়। নিচে বিক্রিয়ার মাধ্যমে এটি দেখানো হলো:
প্রস্তুতি
কাঁচা ইস্পাত বা স্ক্র্যাপ আয়রন থেকে পানি ও অধিক ব্রোমিন সহযোগে আয়রন ব্রোমাইড (Fe3Br8) প্রস্তুত করা হয়। অতঃপর এর সাথে পটাসিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটিয়ে পটাসিয়াম ব্রোমাইড, আয়রন অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা হয়। এটিই পটাসিয়াম ব্রোমাইড উৎপাদনের প্রথাগত পদ্ধতি বিবেচিত হয়। নিম্নে বিক্রিয়ার মাধ্যমে এটি দেখানো হলো:
ব্যবহার
রাজকীয় চিকিৎসা ও শল্যবিদ্যা সমিতির ১৮৫৭ সালের এক বৈঠকে স্যার চার্লস লোকুক পটাসিয়াম ব্রোমাইডের মৃগীরোগবিরোধী বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। ব্রোমাইড মৃগীরোগের কার্যকর প্রতিষেধক হিসেবে পরিগণিত হওয়া শুরু করে। সে সময় ধারণা করা হতো, হস্তমৈথুন মৃগীরোগ উৎপত্তির কারণ। লোকুক দাবি করেন, ব্রোমাইড যৌন উত্তেজনা প্রশমিত করে এবং তার বিভিন্ন সফল অস্ত্রোপচার সম্পাদনে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ঊনবিংশ শতাব্দীর শেষ অর্ধাংশে অস্ত্রোপচারকালে বেদনাদায়ক অনুভূতি ও স্নায়বিক সমস্যা দূরীকরণে ব্যাপক হারে পটাসিয়াম ব্রোমাইড ব্যবহার শুরু হয়। এসময় রোগীকে প্রতিদিন কয়েক গ্রাম করে পটাসিয়াম ব্রোমাইড দেওয়া হত। এরূপে একটি হাসপাতাল প্রতি বছর কয়েক টন পটাসিয়াম ব্রোমাইড ব্যবহার করত। বিংশ শতাব্দীর প্রথমভাগে তন্দ্রার আবেশে আবেশিত, কিংবা বেদনা উপশম হয়েছে, অথবা শান্ত,বিষণ্ন প্রকৃতির- এমন ব্যক্তিকে বুঝাতে সে "ব্রোমাইডের জাদুতে মোহিত" কথাটি প্রায়ই ব্যবহৃত হত।
তবে বর্তমানে বেদনা উপশমে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ পটাসিয়াম ব্রোমাইড ব্যবহারের অনুমতি প্রদান করে না। তবে জার্মানিতে এখনো মৃগীরোগের চিকিৎসায় (বিশেষত শিশু ও কিশোরদের ক্ষেত্রে) পটাসিয়াম ব্রোমাইড ব্যবহৃত হয়।