Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

পিটুইটারি গ্রন্থি

Подписчиков: 0, рейтинг: 0
পিটুটারি গ্রন্থি
Gray1180.png
মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থির অবস্থান, স্ফেনয়েড অস্থির সেলা টারসিকার মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে।
Gray1181.png
প্রাপ্তবয়স্ক বানরের হাইপোফাইসিসের মিডিয়ান স্যাজাইটাল দৃশ্য।
বিস্তারিত
পূর্বভ্রূণ neural and oral ectoderm, including Rathke's pouch
ধমনী সুপেরিয়র হাইপোফাইসিয়াল ধমনী, ইনফান্ডিবুলার ধমনী, প্রিকায়াজমাল ধমনী, ইনফেরিয়র হাইপোফাইসিয়াল ধমনী, ক্যাপসুলার ধমনী, ইনফেরিয়র ক্যাভারনাস সাইনাসের ধমনী।
শনাক্তকারী
লাতিন hypophysis, glandula pituitaria
মে-এসএইচ D010902
নিউরোলেক্স আইডি birnlex_1353
টিএ৯৮ A11.1.00.001
টিএ২ 3853
এফএমএ FMA:13889
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা
পিটুইটারি গ্রন্থির উৎপত্তি ও এর জন্মগত ত্রুটির ব্যাখ্যা।

পিটুইটারি গ্রন্থি (ইংরেজি: pituitary gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, মানব শরীরে যার ওজন ০.৫ গ্রাম (০.০১৮ আউন্স) এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। এটি স্ফেনয়েড অস্থির হাইপোফাইসিয়াল ফসাতে অবস্থিত। পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ আছে। যথাঃ– (১) সম্মুখ অংশ (anterior lobe)/অ্যাডিনোহাইপোফাইসিস (২) মধ্য অংশ (intermediate lobe) (৩) পশ্চাৎ অংশ (posterior lobe)/ নিউরোহাইপোফাইসিস

  • পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। (১) শরীর বর্ধক হরমোন(STH/GH) (২) থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন(TSH) (৩) অ্যাড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন(ACTH) (৪) ফলিকন উদ্দীপক(স্টিমুলেটিং) হরমোন(FSH)(৫) লিউটিনাইজিং হরমোন (LH)(৬) প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন।
  • পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ হতে খুব বেশি হরমোন নিঃসৃত হয়না। এ অংশের নিঃসৃত একমাত্র হরমোনের নাম মেলানোসাইট উদ্দীপক হরমোন(MSH)
  • পশ্চাৎ অংশ থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। যথাঃ– (১) অ্যান্টিডিউরেটিক হরমোন(ADH) (২) অক্সিটোসিন হরমোন।

পিটুইটারি গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃক্ষরা সুইচ বোর্ড (endrocrinological switch board), প্রভু গ্রন্থি (master gland) নামেও অভিহিত করা হয়।

আরো চিত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:BUHistology

টেমপ্লেট:Endocrine system টেমপ্লেট:Diencephalon


Новое сообщение