প্রাণি চিকিৎসাবিজ্ঞান
প্রাণি চিকিৎসাবিজ্ঞান
Подписчиков: 0, рейтинг: 0
ইথিওপিয়ার একজন প্রাণি চিকিৎসা বিজ্ঞান প্রকর্মী একটি অসুস্থ্ গাধার মালিককে দেখায় যে কীভাবে সংক্রমণের স্থানটি নির্বিষ করা যায়।
প্রাণি চিকিৎসাবিজ্ঞান বা প্রাণি চিকিৎসা বা ভেটেরিনারি সায়েন্স চিকিৎসা বিজ্ঞানের শাখা যা রোগের প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা, প্রাণির ব্যাধি এবং আঘাতের বিষয়ে আলোচনা করে। প্রাণি চিকিৎসা বিজ্ঞানের বিস্তৃত পরিধি রয়েছে যা, গৃহপালিত এবং বন্য প্রাণীসহ বিভিন্ন প্রজাতির উপর প্রভাব ফেলতে পারে এমন বিস্তৃত শর্ত নিয়ে কাজ করে।
প্রাচীনকাল থেকেই পেশাদার এবং অপেশাদার উভয় ক্ষেত্রেই প্রাণি চিকিৎসা বিজ্ঞান ব্যাপকভাবে অনুশীলন বা চর্চা হয়ে আসছে। প্রাণীর পেশাদার সেবা সাধারণত একজন প্রাণি চিকিৎসক (প্রায়শই ভেট, ভেটেরিনারি সার্জন বা ভেটেরিনারিয়ান বলা হয়) কর্তৃক নেয়া হয়ে থাকে। এছাড়াও প্যারাভেটেরিনরি কর্মী যেমন প্রাণিসেবী ও প্রকর্মী কর্তৃক এ সেবা প্রদান করা হয়ে থাকে।
বহিঃসংযোগ
-
উইকিঅভিধানে প্রাণি চিকিৎসাবিজ্ঞান-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন। -
উইকিমিডিয়া কমন্সে Veterinary medicine সম্পর্কিত মিডিয়া দেখুন।