Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
প্রাণিজ বিষ
প্রাণিজ বিষ বা ভেনম হল প্রাণিদেহে উৎপন্ন হওয়া এক ধরনের বিষাক্ত নিঃসরণ। এই বিষাক্ত নিঃসরণটি বিভিন্ন ধরনের প্রানীর মধ্যেই পাওয়া যায়। এরমধ্যে শিকারি প্রাণি থেকে শুরু করে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী অন্তর্ভুক্ত। এ নিঃসরণটিতে কমপক্ষে চারধরনের বিষাক্ত বস্তু থাকে যা মৃত্যু ঘটাতে পারে। বিষাক্ত বস্তুগুলো হল: নেক্রোটক্সিন ও সাইটোটক্সিন, যা দেহের কোষগুলোকে মেরে ফেলে; নিউরোটক্সিন, যা নার্ভাস সিস্টেমকে অকার্যকর করে; এবং মায়োটক্সিন; যা মাংসপেশীকে অসাড় করে ফেলে।
জৈবিকভাবে, ভেনমকে সাধারণ বিষ থেকে আলাদা করা হয় কারণ বিষ খাওয়া হয় বা পাকস্থলিতে গ্রহণ করা হয়, অপরদিকে ভেনম কামড়, দংশন বা অনুরূপ ক্রিয়ায় সরবরাহ করা হয়। ভেনমযুক্ত প্রাণী প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ। যদিও বিভিন্ন ভেনমে পাওয়া বিষাক্ত বস্তু অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
বিষের ইতিহাস - প্রতিবিষক্রিয়াবিজ্ঞান (Toxinology)
| |
ক্ষেত্র |
|
ধারণা |
|
প্রতিকার |
|
উল্লেখযোগ্য বিষঘটিত দুর্ঘটনা |
|
সম্পর্কিত বিষয় |
|