Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

ফেনল

Подписчиков: 0, рейтинг: 0
ফেনল
Phenol2.svg
Phenol-2D-skeletal.png
Phenol-3D-balls.png
Phenol-3D-vdW.png
Phenol 2 grams.jpg
নামসমূহ
ইউপ্যাক নাম
Phenol
অন্যান্য নাম
Carbolic acid, benzenol, phenylic acid, hydroxybenzene, phenic acid
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
সিএইচইবিআই
সিএইচইএমবিএল
কেমস্পাইডার
ড্রাগব্যাংক
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০০৩.৩০৩
ইসি-নম্বর
কেইজিজি
আরটিইসিএস নম্বর
  • SJ3325000
ইউএনআইআই
  • InChI=1S/C6H6O/c7-6-4-2-1-3-5-6/h1-5,7H YesY
    চাবি: ISWSIDIOOBJBQZ-UHFFFAOYSA-N YesY
  • InChI=1/C6H6O/c7-6-4-2-1-3-5-6/h1-5,7H
বৈশিষ্ট্য
C6H6O
আণবিক ভর ৯৪.১১ g·mol−১
বর্ণ Transparent crystalline solid
গন্ধ Sweet and tarry
ঘনত্ব 1.07 g/cm3
গলনাঙ্ক ৪০.৫ °সে (১০৪.৯ °ফা; ৩১৩.৬ K)
স্ফুটনাঙ্ক ১৮১.৭ °সে (৩৫৯.১ °ফা; ৪৫৪.৮ K)
8.3 g/100 mL (20 °C)
অম্লতা (pKa) 9.95 (in water),

29.1 (in acetonitrile)

λmax 270.75 nm
ডায়াপল মুহূর্ত 1.7 D
ঝুঁকি প্রবণতা
জিএইচএস চিত্রলিপি টেমপ্লেট:GHSpটেমপ্লেট:GHSpটেমপ্লেট:GHSp
জিএইচএস বিপত্তি বিবৃতি H301, H311, H314, H331, H341, H373
জিএইচএস সতর্কতামূলক বিবৃতি P261, P280, P301+310, P305+351+338, P310
এনএফপিএ ৭০৪
ফ্ল্যাশ পয়েন্ট ৭৯ °সে (১৭৪ °ফা; ৩৫২ K)
সম্পর্কিত যৌগ
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
YesY যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র

ফেনল, যেটি কার্বলিক অ্যাসিড হিসেবেও পরিচিত, একটি অ্যারোমেটিক জৈব যৌগ। ফেনলের আণবিক সংকেত: C6H5OH । এটি সাদা দানাদার কঠিন পদার্থ এবং সহজে উদ্বায়ী। ফেনলের অণুতে একটি ফিনাইল মূলক থাকে (-C6H5) যা একটি হাইড্রোক্সিল মূলক (-OH) এর সাথে বন্ধনে যুক্ত থাকে। এটি মৃদু অম্লধর্মী কিন্তু রাসায়নিক দহন এড়াতে এটির বহনের সময় সতর্ক থাকতে হয়। প্রথম দিকে আলকাতরা থেকে ফেনল সংশ্লেষন করা হতো। বর্তমানে পেট্রোলিয়াম থেকে প্রচুর পরিমাণ ফেনল উৎপাদন করা হয়।

পলিকার্বনেট, ইপোক্সি, বেকেলাইট, নাইলন, ডিটারজেন্টস, কীটনাশক এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ঔষধ তৈরীতে কাঁচামাল হিসেবে ফেনল ব্যবহৃত হয়। ফেনল এবং অ্যালকোহলের গাঠনিক সংকেতে মিল থাকলেও এদের মধ্যে অমিলটাও চোখে পড়ার মত। অ্যালকোহলে হাইড্রোক্সিল মূলক সম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত থাকে,; অন্যদিকে ফেনলে হাইড্রোক্সিল মূলক একটি অসম্পৃক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমনঃ বেনজিনের সাথে যুক্ত থাকে। অ্যালকোহলের তুলনায় ফেনল অধিক অম্লধর্মী।

বৈশিষ্ট্য

ফেনল জলে দ্রবণীয়। ফেনলের সোডিয়াম লবণ সোডিয়াম ফেনোক্সাইড জলে অধিক দ্রবণীয়।

অম্লত্ব

ফেনল দুর্বল অ্যাসিড এবং উচ্চ pH এ ফেনোলেট অ্যানায়ন প্রদান করে। C6H5O

PhOH PhO + H+      &nbs;   (K = 10−10)

অ্যালিফ্যাটিক অ্যালকোহলের তুলনায় ফেনল ১০০ গুণ অম্লীয় হলেও এটি খুবই দুর্বল। এটা সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে। অন্যদিকে অধিকাংশ অ্য লকোহল আংশিক বিক্রিয়া করে।

ফেনল কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড এর তুলনায় দুর্বল অ্যাসিড

অ্যাসিটোনের pKa ১০.৯ ফেনলের তুলনায় হালকা বেশি হওয়ায় ফেনল অধিক অম্লধর্মী।

ফেক্সাইড এনায়ন

ফেনক্সাইড এনায়নের অনুরনন কাঠামো

টটোমারিজম

Phenol-cyclohexadienone tautomerism

ফেনল কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে। ফেনলের খুবই ক্ষুদ্র অংশ কিটো ফরম গঠন করে এবং বড় অংশটি ইনল রুপে থাকে।

বিক্রিয়া

  • ফেনল কস্টিকের বিক্রিয়ায় সোডিয়াম ফিনেট এবং জল উৎপন্ন হয়।
C6H5OH + NaOH → C6H5ONa + H2O
C6H5OH + C6H5COCl → C6H5OCOC6H5 + HCl
  • ফেনলকে জিংক গুঁড়োর সাথে পাতিত করলে অথবা ৪০০ °C তাপমাত্রায় জিংকের দানার উপর দিয়ে ফেনলের বাষ্প প্রবাহিত করলে এটি বেনজিনে বিয়োজিত হয়।
C6H5OH + Zn → C6H6 + ZnO
C6H5OH + CH2N2 → C6H5OCH3 + N2

উৎপাদন

ফেনলের ব্যাপক বাণিজ্যিক চাহিদার কারণে এর উৎপাদনের অনেক গুলো পদ্ধতি আবিস্কৃত হয়েছে।

C6H5SO3H + 2 NaOH → C6H5OH + Na2SO3 + H2O
  • ক্ষার অথবা স্টিমের সাহায্যে ক্লোরোবেনজিনকে আর্দ্রবিশ্লেষণ করে ফেনল তৈরি করা যায় (Raschig–Hooker process):
C6H5Cl + H2O → C6H5OH + HCl
C6H6 + N2O → C6H5OH + N2
C6H5CH3 + 2 O2 → C6H5OH + CO2 + H2O
  • কোল পাইরোলাইসিস বা কয়লা ভাঙন শিল্পে উপজাত হিসেবে ফেনল উৎপন্ন হয়।

ব্যবহার

মোট উৎপাদিত ফেনলের দুই তৃতীয়াংশ প্লাস্টিকের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

অ্যান্টিসেপটিক ডেটল প্রস্তুতিতে ও জীবানু নাশক হিসেবে পায়খানা,প্রস্রাবখানায় ।

অ্যাসিটোনের সাথে ঘনীভবন বিক্রিয়ায় বিসফেনল-A, যা পলিকার্বনেট এবং ইপোক্সি রেজিন এর পূর্ব উপাদান। ফেনল এবং ফেনল জাতকের ঘনীভবনে ফিনাইল রেজিন উৎপন্ন হয়। বাকেলাইট যার উৎকৃষ্ট উদাহরণ।

ইতিহাস

১৮৩৪ সালে ফ্রেডলিয়েব ফার্ডিন্যান্ড আলকাতরা থেকে প্রথম অবিশুদ্ধ অবস্থায় ফেনল আবিষ্কার করতে সক্ষম হন।

ফার্ডিন্যান্ড ফেনলকে নাম দেন "'কার্বলসয়্যার"' (coal-oil-acid, carbolic acid)। পেট্রোরসায়ন উন্নত হওয়ার আগে পর্যন্ত আলকাতরা ফেনলের প্রধান উৎস বলে বিবেচিত হত। ১৮৪১ সালে ফরাসি রসায়নবিদ অগাস্তে লরেন্ট বিশুদ্ধ ফেনল তৈরীতে সক্ষম হন।

১৮৩৬ সালে লরেন্ট বেনজিনের উপস্থিতির জন্য এটার নামকরণ করেন "phène" ;

এটাই ফেনল এবং "ফিনাইল" শব্দদ্বয়ের উৎসমূল। ১৮৪৩ সালে ফরাসি রসায়নবিদ চার্লস ফ্রেডরিক গারহার্ডত ফেনল নামকরণ করেন।

জীবাণুনাশক হিসেবে ফেনলকে প্রথম ব্যবহার করেন স্যার জোসেফ লিস্টার (১৮২৭-১৯১২)। লিস্টার ক্ষতস্থান উত্তমরুপে পরিষ্কার করে ফেনল লাগানো একটি ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতেন।

ক্লোরাসেপটিক এবং কারমেক্সের মত কিছু মুখে ব্যবহার করা বেদনানাশক ওষুধের মূল উপাদান হিসেবে ফেনল ব্যবহার করা হয়।

ঊনবিংশ শতকে ইনফ্ল‌ুয়েঞ্জা প্রতিরোধে "কার্বলিক স্মোক বল" ব্যবহার করা হতো যার মূল উপাদান হচ্ছে ফেনল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফেনলের ব্যবহার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসী বাহিনী হত্যার উদ্দেশ্যে ফেনল ইনজেকশান ব্যবহার করত।Action T4 এর অংশ হিসেবে নাৎসী বাহিনী ১৯৩৯ সালে প্রথম এই ইনজেকশান ব্যবহার করে।। অবশ্য গ্যাস চেম্বারে অধিক সংখ্যক ইহুদি হত্যা করতে তারা জাইকলন-বি ব্যবহার করত। নাৎসী বাহিনী অচিরেই বুঝতে পারে অন্য পদ্ধতির তুলনায়। ফেনল ইনজেকশান ব্যবহার করে ইহুদি হত্যা অর্থনৈতিক ভাবে সুলভ। হাজার খানেক ইহুদিকে ফেনল ইনজেকশান দেয়া হয়। এক গ্রামের মত ফেনল একজন মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম

আরো পড়ুন

তথ্য উৎস

বহি:সংযোগ


Новое сообщение