Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ফ্যালোপিয়ান নালি
ফ্যালোপিয়ান নালি | |
---|---|
বিস্তারিত | |
পূর্বভ্রূণ | ম্যুলারিয়ান ডাক্ট |
তন্ত্র | স্ত্রী প্রজনন তন্ত্র |
ধমনী | ওভারিয়ান ধমনীর নালিকাকৃতি অংশসমূহ, ইউটরাইন ধমনীর নালিকাকৃতি অংশ |
লসিকা | লাম্বার লসিকা পর্ব |
শনাক্তকারী | |
লাতিন | tuba uterina |
মে-এসএইচ | D005187 |
টিএ৯৮ | A09.1.02.001 |
টিএ২ | 3486 |
এফএমএ | FMA:18245 |
শারীরস্থান পরিভাষা |
ফ্যালোপিয়ান নালি, ইংরেজিতে fallopian tube (উচ্চারণ - ফ্যালোপিয়ান্ টিউব্)—ইতালীয় অঙ্গসংস্থানবিদ ও চিকিৎসক গ্যাব্রিয়েল ফ্যালোপিওর (ইতালীয় ভাষায়: গ্যাব্রিয়েল ফ্যালোপিয়াস)-এর নাম অনুসারে এসেছে। এটি ওভিডাক্ট (oviduct), জরায়ুজ নালি (uterine tubes), এবং স্যালপিঞ্জেস (salpinges) (একবচন: salpinx) নামেও পরিচিত। ফ্যালোপিয়ান নালি মূলত সিলিয়া বিশিষ্ট ভাজক টিশ্যু দ্বারা গঠিত দুটি নালি, যা স্তন্যপায়ী প্রাণীতে ডিম্বাশয় থেকে শুরু হয়ে ইউটেরো-টিউবাল জাংশন হয়ে জরায়ুতে গিয়ে শেষ হয়।
ফেলোপিয়ান নালি,যা জরায়ু নালি(Uterine Tube),অভিডাক্ট(Oviduct)কিংবা স্যালপিংস নামেও পরিচিত,যা ডিম্বাশয় এর সাথে জরায়ুকে সংযুক্ত করে। এটির ভিতরে সিলিয়া যুক্ত এপিথেলিয়াম আছে।
সংযোগ
ফেলোপিয়ান নালী ডিম্বাশয় থেকে ডিম্বাণু বহন করে জরায়ুতে নিয়ে যায়। এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার।এর চারটি অংশ আছে।(পার্শ্বীয় থেকে মধ্যবর্তী) ইনফান্ডিবুলাম, যা ফিম্ব্রিয়া দ্বারা আচ্ছাদিত ;অ্যাম্পুলা যা নালীর অধিকাংশ জায়গা জুড়ে আছে যেখানে নিষিক্তকরণ হয়;ইস্থমাস,সবচেয়ে চিকন অংশ এবং ইন্ট্রামুরাল অংশ,যা জরায়ুর মাংসপ্রাচীরে প্রবেশ করে।এর দুই প্রান্ত;টিউবাল অস্টিয়াম নালীর সাথে পেরিটোনিয়াল গহ্বর এবং নালীপ্রান্ত জরায়ু এর সাথে যুক্ত।
অঙ্গসংস্থানবিদ্যা
সহায়ক চিত্র
বর্হিসূত্র
- EMedicine অভিধানে দেখুন: uterine+tube
- বোস্টন বিশ্ববিদ্যালয়ের কলাতত্ত্বে দেখুন: 18501loa
অন্তস্থ |
|
||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বহিঃস্থ |
|
||||||||||||||||||||||||||
Other |
|