Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ফ্লুরাজিপাম
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
---|---|
বাণিজ্যিক নাম | Dalmane |
এএইচএফএস/ ড্রাগস.কম |
মনোগ্রাফ |
মেডলাইনপ্লাস | a682051 |
গর্ভধারণ বিষয়শ্রেণী |
|
প্রয়োগের স্থান |
Oral |
এটিসি কোড | |
আইনি অবস্থা | |
আইনি অবস্থা |
|
ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
জৈবপ্রাপ্যতা | 83% |
বিপাক | Hepatic |
বর্জন অর্ধ-জীবন | 40–250 hours |
রেচন | Renal |
শনাক্তকারী | |
| |
সিএএস নম্বর | |
পাবকেম সিআইডি | |
ড্রাগব্যাংক |
|
কেমস্পাইডার |
|
ইউএনআইআই | |
কেইজিজি |
|
সিএইচইএমবিএল | |
কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
ইসিএইচএ ইনফোকার্ড | 100.037.795 |
রাসায়নিক ও ভৌত তথ্য | |
সংকেত | C21H23ClFN3O |
মোলার ভর | 387.88 g/mol |
থ্রিডি মডেল (জেএসমোল) | |
গলনাঙ্ক | ৭৯.৫ °সে (১৭৫.১ °ফা) |
| |
|
ফ্লুরাজিপাম(Flurazepam) (বাণিজ্যিক নাম ডালমেন বা ডালমার্ডম) বেঞ্জোডায়াজেপিন জাতক।এর মাঝে দুশ্চিন্তা নিবারক,নিদ্রা উদ্রেক কারক,খিচুনি নিবারক উপাদান রয়েছে।এর র্দীঘ অর্ধায়ুর জন্য এটি সুপরিচিত।ফ্লুরাজিপাম চারদিনের বেশি রক্তপ্রবাহে অবস্থান করতে পারে।এটি ইনসোমোনিয়া বা অনিদ্রার চিকিত্সায় ও ব্যবহার করা হয়ে থাকে।
ব্যবহার
ফ্লুরাজিপাম প্রাথমিক বা সাধারণ অনিদ্রা দূর করতে ব্যবহার করা হয়।স্বল্প মেয়াদী চিকিত্সার জন্য এমন রোগীদের দেয়া হয় যারা সহজে ঘুমাতে পারেন না,হঠাত্ করেই জেগে যান,অথবা অনেক আগেই ঘুম থেকে জেগে য়ান তাদেরকে।ফ্লুরাজিপাম দীর্ঘসময় কর্মক্ষম বেনজোডায়াজিপিন যা যেসব রোগী সহজে ঘুমাতে পারেন না তাদেরকে দেয়া হয়।এটা দীর্ঘদিন ধরে যারা অনিদ্রায় ভুগছে তাদের স্বল্পমেয়াদী ঘুমের ঔষধ হিসেবে মাঝে মাঝে ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ
এর সাধারণ ক্ষতিকারক প্রভাবগুলো হলো টলতে থাকা,ঝিমানো,অবসাদগ্রস্থ হ ওয়া,ঘুম ঘুম ভাব,মাংসপেশির জড়তা (ataxia)।ফ্লুরাজিপাম কখনোই এলকোহল জাতীয় কোন কিছুর সাথে সেবন করা উচিত নয়।এতে ভয়াবহ দুঘর্টনা ঘটতে পারে।চিকিত্সকের ব্যবস্থাপত্র ছাড়া এর ব্যবহার নিষেধ।
বিশেষ সর্তকতা
বেঞ্জোডায়াজেপিন জাতক ফ্লুরাজিপাম বয়স্ক,গর্ভবতী মহিলা,শিশু,নেশাগ্রস্থ দের জন্য সেবন বিধি বর্হিভূত।
ফার্মাকোলজি
ফ্লুরাজিপাম অন্যান্য বেঞ্জোডায়াজেপিন যেমন :ডায়াজিপাম,ক্লোনাজিপাম,অক্সাজিপাম,লোরাজিপামর মতই। ফ্লুরাজিপাম প্রায় ৪০-২৫০ ঘণ্টা সেবনের পর রক্তে অবস্থান করতে পারে।রাতে এটা সেবনের পর প্রতিক্রিয়া হিসেবে রাতে অতিরিক্ত তন্দ্রাভাব এবং সাইকোমটরের কাজ বাধাগ্রস্থ হতে পারে।যার রেশ পরদিন পর্যন্ত দেখা যায়।এতে সর্তকভাবে গাড়ি চালনা হুমকির মুখে পড়ে এবং দুঘর্টনায় পতিত হয়ে হাড়ে ফাটল সৃষ্টি হতে পারে। অন্যান্য বেঞ্জোডায়াজেপিন জাতকরা বেঞ্জোডায়াজেপিন রিসেপ্টরের সম্পূর্ণ এগোনিস্ট হিসেবে কাজ করলেও ফ্লুরাজিপাম আংশিক এগোনিস্ট হিসেবে কাজ করে। গর্ভধারণ অবস্থায় ফ্লুরাজিপাম সেবন বন্ধ করা উচিত।শিশুকে দুগ্ধপান কালে এর সেবন করা থেকে বিরত থাকতে বলা হয়,কেননা মায়ের দুধের সাথে এর নিঃসরণ ঘটতে পারে।
অপব্যবহার
ফ্লুরাজিপামকে দুভাবে অপব্যবহৃত করা হয়।প্রথমতঃ উচ্চ মাত্রায় একে বিনোদন বা নেশার জন্য ব্যবহার করা হয়ে থাকে।দ্বিতীয়তঃ চিকিত্সকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একে দীর্ঘমেয়াদে সেবন করা হয়।
আইনগত মর্যাদা
ফ্লুরাজিপামকে শিডিউল ফোর (Schedule IV)ড্রাগে অর্ন্তভুক্ত করা হয়েছে।Convention on Psychotropic Substances.[১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ আগস্ট ২০১২ তারিখে