বিশ্ব ক্যান্সার দিবস
Подписчиков: 0, рейтинг: 0
| বিশ্ব ক্যান্সার দিবস | |
|---|---|
| অন্য নাম | WCD |
| পালনকারী | জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রসমূহ |
| পালন | ক্যান্সার বিষয়ক সচেতনাতা বৃদ্ধি এবং প্রতিরোধে আহ্বান জানানো |
| তারিখ | ৪ ফেব্রুয়ারি |
| সংঘটন | বার্ষিক |
বিশ্ব ক্যান্সার দিবস একটি আন্তর্জাতিকভাবে প্রতিপালিত দিবস। প্রতি বৎসর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বা বিশ্ব ক্যান্সার সচেতনা দিবস পালন করা হয়। এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশানাল ইউনিয়ন এগেনষ্ট ক্যান্সার (International Union Against Cancer)-কে সহায়তা করে থাকে।
বহিঃসংযোগ
- অফিসিয়অল সাইট।
- বিশ্ব স্বাস্থ্য সংষ্থা - বিশ্ব ক্যান্সার দিবস।