বেগ নিয়ন্ত্রণ ব্যাধি
বেগ নিয়ন্ত্রণ ব্যাধি (ইংরেজি: Impulse-control disorder) একধরনের মানসিক রোগ। এই রোগে আক্তান্ত ব্যক্তি নিজের মধ্যে একধরনের অপ্রতিরোধ্য তাড়না অনুভব করেন নির্দিষ্ট কিছু কাজ করবার জন্য। সেটা তাড়নাগত হতে পারে কিংবা বাধ্যতাধর্মী।
ব্যাধির প্রকারভেদ
বেগ নিয়ন্ত্রণ ব্যাধি বিভিন্ন ধরনের হয়ে থাকেঃ
যৌন আবেশ
স্বাভাবিক বা অস্বাভাবিক যৌনচিন্তা ও আচরণে সব সময় আচ্ছন্ন থাকা এবং এ বিষয়ে চিন্তা ব্যতীত থাকতে না পারা।
আন্তর্জাল আসক্তি
অনুকর্ষী কেনাকাটা
এ সমস্যা যাঁদের আছে, তারা প্রয়োজনে-অপ্রয়োজনে কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেন এবং কিনতে না পারলে তার উৎকণ্ঠা দূর হয় না।
অগ্নিসংযোগ বাতিক
কোনো উদ্দেশ্য ছাড়াই অন্যের সম্পত্তি বা ঘরে আগুন লাগিয়ে দেয়া।
সবিরাম বিস্ফোরক ব্যাধি
চুরি-বাতিক
যেমন - অহেতুক চুরি করা; মানসিক স্বাস্থ্যবিজ্ঞানে একে চুরি-বাতিক বা ক্লেপটোম্যানিয়া বলা হয়।
লক্ষণ ও উপসর্গ
কারণ
বেগ নিয়ন্ত্রণ ব্যাধি কী কারণে হয়ে থাকে, এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে বর্তমানে এর কারণ উৎঘাটনে গবেষণা চলছে। মনে করা হয়, একজন মানুষ যে পরিবেশে বেড়ে ওঠে সেই পরিবেশ এ ক্ষেত্রে অনেকাংশে দায়ী।
চিকিৎসা
ব্যাধিগুলির দুটি চিকিৎসার বিকল্প রয়েছে- সংজ্ঞানাত্মক আচরণীয় চিকিৎসা (কগনিটিভ বিহেভিয়ার থেরাপি) ও ওষুধ সেবন। চিকিৎসার পদ্ধতিটি প্রাথমিক ব্যাধির পাশাপাশি এক বা একাধিক অতিরিক্ত ব্যাধি উপস্থিতি জেনেবুঝে দেয়া হয়ে থাকে।