Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

ব্রংকাইটিস

Подписчиков: 0, рейтинг: 0
ব্রংকাইটিস Bronchitis
Bronchitis.jpg
শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাক্টেরিয়ার সংক্রমণ
উচ্চারণ
  • bron-kye-tis
বিশেষত্ব সংক্রামক রোগ, ফুসফুস
লক্ষণ কাশি mucus, wheezing, শ্বাসকষ্ট, chest discomfort
প্রকারভেদ তীব্র ব্রংকাইটিস(Acute), খ্রুনিক(chronic)
কারণ ধুলাবালি ও ধোয়াময় পরিবেশ। অস্বাস্থ্যকর পরিবেশে,স্যাঁতস্যাতে ধুলিকনা মিশ্রিত আবহাওয়া,ঠান্ডা লাগা ও ধুম্পান থেকে এই রোগ হয়ে থাকে।
সংঘটনের হার তীব্র ব্রংকাইটিস: ~৫% লোক প্রতিবছর
খ্রুনিক: ~৫% লোক

ব্রংকাইটিস (bronchitis)শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাক্টেরিয়ার সংক্রমণকে ব্রংকাইটিস বলে। ব্যাক্টেরিয়ার আক্রমনে ঝিল্লিগাত্রে প্রদাহ হয়। অস্বাস্থ্যকর পরিবেশে,স্যাঁতস্যাতে ধুলিকনা মিশ্রিত আবহাওয়া,ঠান্ডা লাগা ও ধূমপান থেকে এই রোগ হতে পারে। সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশি ভোগে।একবার ব্রংকাইটিস হলে বারবার হওয়ার সম্ভাবনা থাকে। ধুম্পান,অস্বাস্থ্যকর পরিবেশকে এই রোগের কারণ হিসেবে গণ্য করা হয়।যেমনঃ কলকারখানার ধুলাবালি ও ধোয়াময় পরিবেশ।

কারণ

অস্বাস্থ্যকর পরিবেশে,স্যাঁতস্যাতে ধুলিকনা মিশ্রিত আবহাওয়া,ঠান্ডা লাগা ও ধুম্পান থেকে এই রোগ হয়ে থাকে। ধূমপান,অস্বাস্থ্যকর পরিবেশকে এই রোগের কারণ হিসেবে গণ্য করা হয়।

লক্ষণ

  1. কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়।
  2. শ্বাসকষ্ট হওয়ায় মাথা ব্যথা হতে পারে।
  3. কাশির সময় রোগি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে।
  4. জ্বর হয়,রোগি ক্রমান্বয়ে দূর্বল হয়ে পরে।
  5. শক্ত খাবার খেতে পারে না।
  6. কাশির সাথে অনেক সময় কফ বের হয়।

ধরন

তীব্র ব্রঙ্কাইটিস (acute Bronchitis)

চিকিৎসা

প্রতিকার

  1. ধূমপান,মদ্যপান,তামাক বা আয়াদা পাতা খাওয়া বন্ধ করা।
  2. ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করানো।
  3. রোগী কে উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখা।
  4. পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়ানো। যেমনঃ গরম দুধ,স্যুপ ইত্যাদি।
  5. রোগীর পুর্ন বিশ্রাম নেওয়া।

প্রতিরোধ

  1. ধূমপান,মদ্যপান ও তামাক সেবনের মতো খারাপ অভ্যাস ত্যাগ করা।
  2. ধুলাবালি ও ধোয়াপুর্ন পরিবেশে কাজ করা থেকে বিরত থাকা।
  3. শিশু ও বয়স্কদের যেন মাথায় ঠাণ্ডা না লাগে সেদিকে নজর রাখা।

Новое сообщение