Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ভারতে মাতৃমৃত্যু
Другие языки:

ভারতে মাতৃমৃত্যু

Подписчиков: 0, рейтинг: 0
মায়ের সুস্বাস্থ্য গোটা পরিবার ও সমাজের পক্ষেই মঙ্গলজনক।

ভারতে মাতৃমৃত্যু হলো ভারতবর্ষে গর্ভবতী অবস্থায় কিংবা প্রসবের ঠিক পর একজন মহিলার মৃত্যু। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতিগুলিতে মাতৃমৃত্যুর ভিন্ন হার এবং বিভিন্ন কারণ রয়েছে। একইভাবে ভারতেরও বিভিন্ন রাজ্য, অঞ্চল এবং মহিলাদের জনমিতি অনুযায়ী এই মাতৃমৃত্যুর মধ্যে বিভিন্নতা রয়েছে।

স্বাস্থ্যের অবস্থা অনুসারে

১৯৮০-২০১৫ সালের মাঝে ভারতে মোট মাতৃমৃত্যু ঘটনার ১.৫% কারণ হলো এক্লাম্পসিয়া। যদিও এই সময়কালের মধ্যে, এই রোগে আক্রান্ত মহিলাদের সংখ্যা একই থাকলেও এই রোগের কারণে মাতৃমৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।

প্রাদুর্ভাব

স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বুলেটিন-২০১৬ 'অনুযায়ী, ভারত ২০১৩ সাল থেকে মাতৃমৃত্যু-সমানুপাত (এমএমআর) এ ২৬.৯ শতাংশ হ্রাস পেয়েছে। এমএমআর সংখ্যা, ২০১১-২০১৩ সালের মাঝে ১৬৭ থেকে কমে ২০১৪-২০১৬ সালের মাঝে ১৩০ এ তথা ২০১৫-১৭ সালে ১২২ এ এসে ঠেকে এবং এরই দ্বারা ২০১৪-২০১৬ সালগুলির শেষ জরিপের পরিসংখ্যান থেকে ৬.১৫% হ্রাস পায়।

MMR (প্রতিটি ১ লক্ষ জীবন্ত বাচ্চা প্রসবের) ২০০৪-০৬ ২০০৭-০৯9 ২০১০-১২ ২০১১-১৩ ২০১৪-১৬
ভারতের সর্বমোট ২৫৪ ২১২ ১৭৮ ১৬৭ ১৩০
আসাম ৪৮০ ৩৯০ ৩২৮ ৩০০ ২৩৭
বিহার ও ঝাড়খন্ড ৩১২ ২৬১ ২১৯ ২০৮ ১৬৫
মধ্যপ্রদেশ ও ছত্তিসগড় ৩৩৫ ২৬৯ ২৩০ ২২১ ১৭৩
উড়িষ্যা ৩০৩ ২৫৮ ২৩৫ ২২২ ১৮০
রাজস্থান ৩৮৮ ৩১৮ ২৫৫ ২৪৪ ১৯৯
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড ৪৪০ ৩৫৯ ২৯২ ২৮৫ ২০১
ইএজি ও আসাম সর্বমোট ৩৭৫ ৩০৮ ২৫৭ ২৪৬ ১৮৮
অন্ধ্রপ্রদেশ ১৫৪ ১৩৪ ১১০ ৯২ ৭৪
তেলঙ্গানা ৮১
কর্ণাটক ২১৩ ১৭৮ ১৪৪ ১৩৩ ১০৮
কেরালা ৯৫ ৮১ ৬৬ ৬১ ৪৬
তামিলনাড়ু ১১১ ৯৭ ৯০ ৭৯ ৬৬
দক্ষিণ সর্বমোট ১৪৯ ১২৭ ১০৫ ৯৩ ৭৭
গুজরাত ১৬০ ১৪৮ ১২২ ১১২ ৯১
হরিয়ানা ১৮৬ ১৫৩ ১৪৬ ১২৭ ১০১
মহারাষ্ট্র ১৩০ ১০৪ ৮৭ ৬৮ ৬১
পাঞ্জাব ১৯২ ১৭২ ১৫৫ ১৪১ ১২২
পশ্চিমবঙ্গ ১৪১ ১৪৫ ১১৭ ১১৩ ১০১
বাকি রাজ্যগুলি ২০৬ ১৬০ ১৩৬ ১২৬ ৯৭
বাকি রাজ্যগুলির সর্বমোট 174 149 127 115 93

অঞ্চল অনুযায়ী

ধনী ভারতীয় রাজ্যগুলির গ্রামীণ ও শহুরে মহিলাদের ক্ষেত্রে মাতৃস্বাস্থ্যসেবা ব্যবহারের হার একই। দরিদ্র রাজ্যগুলিতে, শহুরে মহিলারা গ্রামীণ মহিলাদের তুলনায় অনেক বেশি সময়ে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। বলা যেতে পারে এইসব রাজ্যগুলিতে শহুরে মহিলারদের পক্ষে স্বাস্থ্যসেবা পাওয়া সহজ।

বিমারু রাজ্যগুলি মাতৃমৃত্যু সহ একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে।

পশ্চিমবঙ্গ

গ্রাম বাংলার একটি ২০১৯ জরিপের মাধ্যমে জানা যায় যে চিকিৎসা চাওয়ায় বিলম্ব, চিকিৎসা পৌঁছনোতে বিলম্ব এবং পর্যাপ্ত ও উপযুক্ত চিকিৎসা পাওয়াতে বিলম্ব বহুক্ষেত্রেই মাতৃমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

নিবারণ

২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে সাম্প্রতিক চারটি পরিবর্তন উল্লেখ করেছে যা মাতৃমৃত্যুকে কমানোতে সফল ছিল:

  1. সরকার গর্ভবতী মহিলা এবং নতুন মায়েদের স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধি করেছে
  2. জননি শিশু সুরক্ষা যোজনার মতো অর্থ কর্মসূচীগুলি হাসপাতালে পৌঁছনো এবং সন্তানের জন্মের ব্যয়গুলির খরচ বহন করে
  3. নারী শিক্ষায় সরকারের অর্থ বরাদ্দ করা অন্যান্য সুবিধার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে ভালো ফল প্রদান করেছে
  4. সরকার 'প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃতা অভিযান' যোজনার মাধ্যমে বেসরকারী ও সরকারি ক্লিনিকের মধ্যে সহযোগিতা বাড়ায়

Before 2017 the government focus on maternal mortality was learning about the causes of death to develop a plan for prevention. In 2017 the Indian government shifted focus in its programs to instead detect risks then offer healthcare to prevent the death.

A 2016 national survey expected to find that if a household loses a woman to maternal death, then other women in the household will seek more clinic services during pregnancy and after childbirth. Contrary to expectation, the study instead found that after a maternal death, women instead avoid hospitals and instead seek support from a traditional birth attendant. Reasons for this vary, but part of the explanation is that many of these women could go to the hospital for care but choose to avoid doing so.

জনস্বাস্থ্য উদ্যোগসমূহ

From 2000-2015 India participated in the Millennium Development Goal to improve maternal health.

The Government of India has started various public health initiatives to provide a safe and secure environment. Some of these initiatives are -

  • Janani Suraksha Yojana (JSY),
  • Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY),
  • Pradhan Mantri Surakshit Matritva Abhiyan (PMSMA)
  • Poshan Abhiyan and Laqshya

Government have also taken initiatives on improving the infrastructure of the country by improving roads and providing free ambulance services at PHC.

ইতিহাস

In 2018 the World Health Organization congratulated India for great reduction in maternal mortality since 2005.

Previous to that, various reports described high rates of maternal mortality in India.

আরো পড়ুন

  • Maternal Mortality Estimation Inter-Agency Group; WHO; UNICEF; UNFPA; World Bank Group; United Nations Population Division (২০১৮), Maternal mortality in 2000-2017: India (পিডিএফ) 

Новое сообщение