Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ভাস ডিফারেন্স
ভাস ডিফারেন্স | |
---|---|
বিস্তারিত | |
পূর্বভ্রূণ | ওলফিয়ান ডাক্ট |
ধমনী | সুপিরিয়র ভেসিকাল ধমনি, আর্টারি অব ডাক্টাস ডিফারেন্স |
লসিকা | এক্সটারনাল ইলিয়াক লিম্ফনোড, ইন্টারনাল ইলিয়াক লিম্ফনোড |
শনাক্তকারী | |
লাতিন | Vas deferens (plural: vasa deferentia), Ductus deferens (plural: ductus deferentes) |
মে-এসএইচ | D014649 |
টিএ৯৮ | A09.3.05.001 |
টিএ২ | 3621 |
এফএমএ | FMA:19234 |
শারীরস্থান পরিভাষা |
ভাস ডিফারেন্স(ইংরেজি: vas deferens) (ল্যাটিন: "বহনকারী আধার"; বহুবচন: vasa deferentia), অপর নাম ডাক্টাস ডিফারেন্স (ইংরেজি: ductus deferens) (ল্যাটিন: "বহনকারী নালী"; বহুবচন: ductus deferentes), এটা অনেক মেরুদণ্ডী প্রাণীর পুংজননতন্ত্রের একটা অংশ যা এপিডিডাইমিস থেকে শুক্রাণু বহন করে ইজাকিউলেটরি ডাক্ট বা নিক্ষেপক নালিকায় পৌঁছায়। এটা কুণ্ডলিত হয়ে ইনগুয়িনাল ক্যানালের মধ্য দিয়ে উদরে উত্থিত হয়।এটা ৪৫ সে.মি. দীর্ঘ।
গঠন
দুটি নালিকা ডান ও বাম এপিডিডাইমিসকে সেমিনাল ভেসিকলের সাথে যুক্ত হয়ে নিক্ষেপক নালী বা ইজাকিউলেটরি ডাক্ট (ejaculatory duct) গঠন করে যার মধ্য দিয়ে বীর্য ও শুক্রাণু বাইরে নিক্ষেপিত হয়। মনুষের ক্ষেত্রে প্রতিটি নালিকা ৩০ সেন্টিমিটার (১ ফু) দীর্ঘ, ৩ থেকে ৫ mm ব্যাস বিশিষ্ট হয় এবং এর প্রাচীর মসৃণ মাংসপেশি দিয়ে তৈরি। এর আবরণী কলা হলো স্টেরিওসিলিয়াযুক্ত সিউডোস্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম।এটা স্পার্মাটিক কর্ডের একটা অংশ।
অতিরিক্ত চিত্রাবলী
আরো দেখুন
বহিঃসংযোগ
- সানি ডাউনস্টেট মেডিকেল সেন্টারে শারীরস্থান চিত্র:36:07-0301—"Inguinal Region, Scrotum and Testes: Layers of the Spermatic Cord"
- সানি ডাউনস্টেট মেডিকেল সেন্টারে শারীরস্থান চিত্র:44:02-0301—"The Male Pelvis: Distribution of the Peritoneum in the Male Pelvis"
- টেমপ্লেট:MedicalMnemonics
- ভিয়েনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিনেশন ল্যাবরেটরি—প্রস্থচ্ছেদ চিত্র: pelvis/pelvis-e12-15 (ইংরেজি)
- inguinalregion at The Anatomy Lesson by Wesley Norman (Georgetown University) (টেমপ্লেট:NormanAnatomyFig)
অভ্যন্তরীণ |
|
||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বহিস্থ |
|