Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
মধ্যাহ্নভোজ
মধ্যাহ্নভোজ (ইংরেজি: Lunch) মূলত সেই খাবারকে বোঝায়, যা দুপুর বেলায় খাওয়া হয়ে থাকে। বিংশ শতকের সময় এর অর্থটি ক্রমান্বয়ে সংকীর্ণ হয়ে মধ্যাহ্নে স্বল্প বা মাঝারি পরিমাণে খাদ্য গ্রহণকে উল্লেখ করতো। মধ্যাহ্নভোজ মূলত দিনের দ্বিতীয় খাবার, যা প্রাতরাশের পর গ্রহণ করা হয়। খাবারটি বিশ্বের বিভিন্ন জাতির সংস্কৃতির উপর নির্ভর করে পরিমাণ হিসাবে পৃথক হয়ে থাকে এবং অঞ্চলভেদে এতে বিভিন্ন বৈচিত্রও লক্ষ্য করা যায়।
ব্যাকরণ
সংক্ষিপ্তসার lunch শব্দটি অধিক প্রচলিত উত্তরাঞ্চলীয় ইংরেজি শব্দ luncheon থেকে নেওয়া হয়েছে, যেটি অ্যাংলো-স্যাক্সন শব্দ nuncheon বা nunchin থেকে উদ্ভূত, যার অর্থ 'মধ্যাহ্নের পানীয়'। এই শব্দটি ১৮২৩ সাল থেকে প্রচলিত রয়েছে।অক্সফোর্ড ইংরেজি অভিধান বিবরণীতে বলেছিল যে, আরো অন্যান্য উল্লেখযোগ্য খাবারের সাথে খাওয়া হয় এমন খাবারের বর্ণণা দিতে ১৫৮০ সালে শব্দটি ব্যবহৃত হতো।
চিত্রশালা
দক্ষিণ ভারতীয় মধ্যাহ্নভোজের উদাহরণ।
উত্তর ভারতীয় মধ্যাহ্নভোজের উদাহরণ।
হংকংয়ের একটি জাপানি রেস্তোঁরায় মধ্যাহ্নভোজের খাবার।
ভিয়েতনামী ফো, খাবারটি সাধারণত মধ্যাহ্নভোজ হিসাবে পরিবেশন করা হয়।
সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ২০০৯ সালে অন্টারিওর অটোয়ায় কানাডার পার্লামেন্টে মধ্যাহ্নভোজ চলাকালে সহযোগীদের সাথে।
হ্যামবার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমেরিকান মধ্যাহ্নভোজ।
ডেনমার্কে ঘরে তৈরি ওপেন স্যান্ডউইচ।
সোর্ডফিশ দিয়ে মধ্যাহ্নভোজ।