Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
মার্টিন হাইডেগার
মার্টিন হাইডেগার (জার্মান: [ˈmaɐ̯tiːn ˈhaɪdɛɡɐ]) (সেপ্টেম্বর, ১৮৮৯ - মে ২৬, ১৯৭৬) একজন জার্মান দার্শনিক। কন্টিনেন্টাল দর্শন ধারণার অন্যতম প্রবক্তা হিসেবে তাকে বিবেচনা করা হয়। তার প্রবর্তিত দার্শনিক তত্ত্ব ও ধারণা সাহিত্য, রাজনৈতিক তত্ত্ব, শিল্প ও স্থাপত্য, সাংস্কৃতিক নৃতত্ত্ব, মনঃসমীক্ষা বিদ্যাকে প্রভাবিত করেছে। হাইডেগার মনে করেন, বাস্তব জীবনে যেসব জিনিসের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করি সেগুলোর শুধু বাহ্যিকভাবে আমরা যা দেখি, তার চেয়েও বেশি কিছু থাকতে হবে। এছাড়া তিনি বিশ্বাস করতেন, কোন স্বাধীন সত্ত্বার প্রকৃত বৈশিষ্ট্য হল তার প্রত্যাহার করার/হবার ক্ষমতা। সত্ত্বার নিগূড় বাস্তবতার মধ্যে বিদ্যমান পারস্পারিক ক্রিয়া হাইডেগারের দর্শনের মূল বিষয়। আমাদের কাছে কোন সত্ত্বার যে উপস্থিতি, তাই সত্ত্বাটির প্রকৃত অবস্থা নয়, তা কেবল কোন বিশেষ পারিপার্শ্বিক অবস্থা সাপেক্ষে সত্ত্বাটির একটি রূপ বা ক্রিয়া। হাইডেগার তার সবচেয়ে বিখ্যাত বই বিয়িং এন্ড টাইম-এ "সময়"-কে সংজ্ঞায়িত করেছেন এভাবে, "সময় আসলে একটা পথ বা ধারা যার মধ্য দিয়ে কোন সত্তা বা ঘটনাবলি তাদের স্বীয় সম্ভাবনার প্রেক্ষিতে যায়।"
বহিঃসংযোগ
সাধারণ তথ্য
- (জার্মান) জার্মান হাইডেগার সোসাইটি
- Arne D. Naess, Jr., মার্টিন হাইডেগার - এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
- Timeline of German Philosophers ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ এপ্রিল ২০১১ তারিখে
- Human, all too human: a BBC film of his early life, with a focus on his political involvement
- Heidegger’s Notebooks Renew Focus on Anti-Semitism