Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
রক্তচিতা
Подписчиков: 0, рейтинг: 0
রক্তচিতা | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | প্লান্টি (Plante) |
গোষ্ঠী: | ট্র্যাকিওফাইটস (Tracheophytes) |
ক্লেড: | অ্যাঞ্জিওস্পার্মস (Angiosperms) |
ক্লেড: | ইউডিকটস (Eudicots) |
বর্গ: | ক্যারিওফাইলেলস (Caryophyllales) |
পরিবার: | প্লাম্বাজিনাসি (Plumbaginaceae) |
গণ: |
Plumbago লিনিয়াস |
প্রজাতি: | P. indica |
দ্বিপদী নাম | |
Plumbago indica লিনিয়াস | |
প্রতিশব্দ | |
Plumbago rosea L. |
রক্তচিতা (বৈজ্ঞানিক নাম: Plumbago indica) হলো প্লাম্বাজিনাসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ প্রজাতি। এটি দক্ষিণ-পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ চীনের ইউনানের স্থানীয় প্রজাতি।
শারীরতত্ত্ব
রক্তচিতা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এটি লম্বায় প্রায় ২ মি (৭ ফু) ও প্রস্থে প্রায় ১ মি (৩ ফু) পর্যন্ত বাড়ে। এর পাতা অনেকটা গোলাকার। শীতকালে গাঢ় গোলাপি বা রক্তাভ ফুলের মঞ্জুরী উৎপন্ন করে।
উদ্যানতাত্ত্বিক গুরুত্ব
রক্তচিতা সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে লাগানো হয়। সাধারণত সর্বনিম্ন ৭ °সে (৪৫ °ফা) তাপমাত্রায় রক্তচিতা উপক্রান্তীয় বা গ্রীষ্মমন্ডলীয় নাতিশীতোষ্ণ আবহাওয়ায় কিংবা গ্রিন হাউজে শীতল পরিবেশে জন্মে থাকে।
যুক্তরাজ্যের রয়েল হর্টিকালচার সোসাইটি উদ্ভিদটিকে অ্যাওয়ার্ড অব গার্ডেন মেরিটে ভূষিত করেছে।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে রক্তচিতা সংক্রান্ত মিডিয়া রয়েছে।