রাজেন্দ্র গাওয়াই
Другие языки:
রাজেন্দ্র গাওয়াই
Подписчиков: 0, рейтинг: 0
রাজেন্দ্র গাওয়াই হলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (গাওয়াই) এর সভাপতি। পেশায় চিকিৎসক, রাজনীতিবিদ।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
তিনি কেরালার প্রয়াত গভর্নর আরএস গাওয়াইয়ের ছেলে। সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ১৯৮৬ সালে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা।
ক্যারিয়ার
গাওয়াই একজন মেডিকেল চিকিৎসকও বটে।