Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
লাজ্জারো স্পাল্লানজানি জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউট
Другие языки:

লাজ্জারো স্পাল্লানজানি জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউট

Подписчиков: 0, рейтинг: 0

লাজ্জারো স্পাল্লানজানি জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউট (ইতালীয়: Istituto nazionale per le malattie infettive "L. Spallanzani") হলো ইতালির রোম নগরে স্থাপিত একটি সংক্রামক রোগের হাসপাতাল। ইনস্টিটিউটটিকে অষ্টাদশ শতাব্দীর ইতালীয় জীববিজ্ঞানী লাজ্জারো স্পাল্লানজানি এর নামানুসারে নামকরণ করা হয়েছে।

এটি ইবোলা রোগীদের জন্য ইতালির জাতীয় পরামর্শ কেন্দ্র।

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী চলাকালে স্পাল্লানজানি ইনস্টিটিউট ইউরোপের প্রথম গবেষণাকেন্দ্র হিসেবে সার্স কোভি-২ এর বংশগতিমূলক অনুক্রম আলাদা করেছিল এবং জেনব্যাংকে তা আপলোড করেছিল। তাদের দলটির সদস্য ছিলেন মারিয়া রোজারিয়া কাপোবিয়ানচি, ফ্রাঞ্চেস্কা কোলাভিতা এবং কনচেত্তা কাস্তিল্লেত্তি।

ইনস্টিটিউটটি রেইথেরা নামের একটি জীবপ্রযুক্তি কোম্পানির সাথে জিআরএডি কোভি-২ নামের একটি কোভিড-১৯ টিকা মর্যাদাপ্রার্থী নিয়ে পরীক্ষা করছে, যা একটি বিশেষায়িত গরিলা আডেনোভাইরাস বাহকের উপর ভিত্তি করে বানানো হয়েছে।

বহিঃসংযোগ


Новое сообщение