Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

লিঙ্গত্বক-বন্ধনী

Подписчиков: 0, рейтинг: 0
ফ্রেনুলাম
A frenulum of human penis.jpg
বিস্তারিত
শনাক্তকারী
লাতিন Frenulum praeputii
টিএ৯৮ A09.4.01.012
টিএ২ 3676
এফএমএ FMA:19647
শারীরস্থান পরিভাষা

ফ্রেনুলাম (ইংরেজি: frenulum of prepuce of penis) বা পুরুষাঙ্গের লিঙ্গত্বকের ফ্রেনুলাম হলো শিশ্নমুণ্ডের নিচে অবস্থিত স্থিতিস্থাপক টিশুর একটি মণ্ডলী, যেটি লিঙ্গত্বককে ভার্নাল শ্লৈষ্মিক ঝিল্লির সাথে সংযুক্ত করে, এবং শিশ্নমুন্ডের সাথে লিঙ্গত্বকের যোগাযোগে সহায়তা করে।

ফ্রেনুলাম ব্রিভ বা ফ্রেনুলার কর্ডির ক্ষেত্রে, লিঙ্গমুণ্ড যাতে মুক্তভাবে নড়তে পারে ও পরিপূর্ণভাবে অবমুক্ত হতে পারে তার জন্য ফ্রেনুলাম হয়তো আংশিক বা সম্পূর্ণভাবে অপসারণ করা হতে পারে। খৎনার সময়ও মাঝেমধ্যে ফ্রেনুলাম অপসারণ করা হয়।

সংবেদনশীলতা

ফ্রেনুলাম ও পুরুষাঙ্গের নিচের দিকে থাকা এর সাথে সংযুক্ত টিশু ডেলটা যৌনতা বিষয়ক পাঠ্যপুস্তক অনুযায়ী "দারুণ প্রতিক্রিয়াশীল" ও "হালকা ও নরম স্পর্শের প্রতি বিশেষভাবে সংবেদনশীল"। "নিচের দিকের খাদ, মানে পুষ্পমুকুট লিঙ্গমুণ্ডের নিচের অংশ"-কে বলা হয় "স্বতন্ত্র লীলার উৎস"। কিছু পুরুষের ক্ষেত্রে এ অংশের পৌনপুনিক উদ্দীপনা রাগমোচনবীর্যস্খলনে রূপ নিতে পারে।

স্পাইনাল কর্ডে আঘাতযুক্ত পুরুষ, যাদের সংবেদন বা উদ্দীপনা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারে না, তারা ফ্রেনুলাম উদ্দীপনার মাধ্যমে রাগমোচন করতে পারে।

রোগবিদ্যা

ফ্রেনুলাম ব্রিভ হলো এমন একটা অবস্থা যেখানে ফ্রেনুলামের আকার ছোট হওয়ার কারণে লিঙ্গত্বকের নড়াচড়া ব্যহত হয়, যা সাধারণ যৌন কার্যক্রমকেও বাধাগ্রস্থ করতে পারে। খৎনা, ফ্রিনোলোপ্লাস্টির মাধ্যমে সমাধান করা হয়।

প্রথম পর্যায়ের হাইপাসপেডিয়াসের ক্ষেত্রে ফ্রেনুলাম একেবারেই না থাকতে পারে।

যৌন মিলনের সময় পুরো ফ্রেনুলাম ছিড়ে যেতে পারে। ফ্রেনুলার ধমনী নামে একপ্রকার পৃষ্ঠীয় ধমনী আহত হওয়ার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে রক্তপাতও হতে পারে।

পুরুষাঙ্গ ফ্রেনেকটমি

পুরুষাঙ্গ থেকে ফ্রেনুলাম সরিয়ে নেয়ার জন্য ফ্রেনেকটোমি করা যেতে পারে, যা ফ্রেনুলাম ব্রিভ অথবা ফ্রেনুলাম কর্ডির চিকিৎসা হতে পারে।

বহিঃসংযোগ

  • McGrath, Ken (২০০১)। "The Frenular Delta"। Denniston GC; Hodges FM; Milos MF। Understanding Circumcision: A Multi-Disciplinary Approach to a Multi-Dimensional Problem। New York: Kluwer। আইএসবিএন 978-0306467011 

Новое сообщение