শান্তিনিকেতন মেডিকেল কলেজ
Другие языки:
শান্তিনিকেতন মেডিকেল কলেজ
Подписчиков: 0, рейтинг: 0
| ধরন | বেসরকারি |
|---|---|
| স্থাপিত | ২০২১ (2021) |
| অধিভুক্তি | ডব্লিউবিইউএইচএস; এনএমসি |
| চেয়ারম্যান | মলয় পিট |
| অধ্যক্ষ | গৌতম নারায়ণ সরকার |
| শিক্ষার্থী |
মোট:
|
| ঠিকানা |
গোবিন্দপুর , , , ৭৩১২০৪ ,
২৩°৩৯′২২″ উত্তর ৮৭°৪৪′২১″ পূর্ব / ২৩.৬৫৬১২৮৭° উত্তর ৮৭.৭৩৯০৮৬৪° পূর্ব / 23.6561287; 87.7390864 |
| ওয়েবসাইট | www |
![]() | |
শান্তিনিকেতন মেডিকেল কলেজ (এসএমসি), ২০২১ সালে প্রতিষ্ঠিত, একটি বেসরকারি/পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মেডিকেল কলেজ, যা পশ্চিমবঙ্গের বোলপুর শহরের শান্তিনিকেতনে অবস্থিত। এটি ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি কোর্স অফার করে। কলেজটি জাতীয় মেডিকেল কমিশন দ্বারা স্বীকৃত এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সঙ্গে অনুমোদিত। এই কলেজের সঙ্গে যুক্ত হাসপাতাল হল বোলপুর মহকুমা হাসপাতাল। ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্টের অধীনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হল ভারতের ১ম পিপিপি মেডিকেল কলেজ।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
