Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
সিসাময়েড অস্থি
সিসাময়েড অস্থি
Подписчиков: 0, рейтинг: 0
সিসাময়েড অস্থি | |
---|---|
লাতিন | ossa sesamoidea |
টিএ | A02.0.00.016 |
শাভিম | FMA:32672 |
হাড়ের শারীরবৃত্তীয় পরিভাষা |
অ্যানাটমিতে ‘’সিসাময়েড অস্থি ‘’ বলতে(/ˈsɛsəmɔɪd/) টেন্ডনে অবস্থিত অস্থিকে বুঝায়।
যেখানে যেখানে পাওয়া যায়
সমস্ত দেহেই সিসাময়েড অস্থি পাওয়া যায়,যেমন
যেখানে পাওয়া যায় | অস্থি | টেন্ডন |
---|---|---|
হাঁটু | প্যাটেলা | কোয়াড্রিসেপ্স |
হাত | প্রথম মেটাকার্পাল অস্থির দূরবর্তী অংশ(কখনো কখনো দ্বিতীয় মেটাকার্পাল অস্থির দূরবর্তী অংশ) | অ্যাডাক্টর পলিসিস ও ফ্লেক্সর পলিসিস ব্রেভিস |
কব্জি | পিসিফর্ম | ফ্লেক্সর কার্পি আলনারিস |
চরণ | প্রথম মেটাটার্সাল অস্থি(কখনো কখনো দ্বিতীয় মেটাটার্সাল অস্থি) | ফ্লেক্সর হ্যালুসিস ব্রেভিস |
ক্লিনিক্যাল গুরুত্ব
সিসাময়েড অস্থিতে খুব অল্পই রক্ত পৌঁছতে পারে।দ্রুত চিকিৎসা না করা হলে সারানো অনেক কঠিন হয়ে পড়ে।নেক্রোসিস হবার আশঙ্কা আছে