Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
সেরিব্রাল ভাসকুলাইটিস
Подписчиков: 0, рейтинг: 0
সেরিব্রাল ভাসকুলাইটিস | |
---|---|
বিশেষত্ব | হৃদবিজ্ঞান, স্নায়ুচিকিৎসাবিজ্ঞান, বাতবিদ্যা |
সেরিব্রাল ভাসকুলাইটিস, বা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভাসকুলাইটিস একটি জটিল এবং বিরল রোগ মস্তিস্কের রক্তনালীর প্রদাহ যার ফরে মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়।
লক্ষণ ও উপসর্গ
এই রোগের লক্ষণগুলো হলোঃ
- মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়;
- মস্তিস্কে রক্তক্ষরণ ঘটতে পারে;
- সব সময় দুর্বল অনুভব করতে পারে;
- অনুভূতি লোপ পেতে থাকে;
- মাথা ব্যথা করে;
- স্কিন র্যাশ বা ত্বকে দানা বের হতে পারে;
- অস্থি সংযোগস্থলে ব্যথা হতে পারে;
- চলাফেরা করতে কষ্ট হতে পারে;
- আচরণগত সমস্যা তৈরি হতে পারে।
বহিঃসংযোগ
- কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র প্রদাহ - জন হপকিন্স হাসপাতাল ভাসকুইলাইটিস কেন্দ্র।
- কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রের প্রাথমিক প্রবাহে বাঁধা - ক্লিভল্যন্ড ক্লিনিক।