Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
স্তন সঙ্গম
স্তন সঙ্গম হচ্ছে এমন একটি অনাভেদী যৌনক্রিয়া যেখানে নারী তার দুই স্তনের মাঝে পুরুষের শিশ্নকে চালনা করে যৌনকর্ম সম্পন্ন করে।
চর্চা
স্তন সঙ্গমে পুরুষ তার শিশ্ন-কে নারীর দুই স্তনের মাঝে রাখে, তারপর যখন স্তনদ্বয়-কে শিশ্নের পাশে নারী চেপে ধরে, পুরুষ তার শিশ্নটিকে স্তনের মাঝে ডলতে শুরু করে। স্তন চেপে ধরার কারণে শিশ্নে উত্তেজনার সৃষ্টি হয়। আর, নারী যখন তার স্তনদ্বয়-কে শিশ্নের সাথে লাগিয়ে উপর-নিচ করে ডলতে আরম্ভ করে, তখন আরও প্রচণ্ড যৌন-উত্তেজনার সৃষ্টি হয়। একসময় কাম-উত্তেজনা এমন চরম পর্যায়ে পৌছায় যে, পুরুষটির শিশ্ন থেকে বীর্য স্খলন হয়ে যায়। এটি একটি অনাভেদী যৌনক্রিয়া এবং এতে কোন প্রকার গর্ভধারণের সম্ভাবনা নেই। এতে কোন যৌন রোগেরও সম্ভাবনা নেই।
স্তন সঙ্গম বেশিরভাগ প্রাকৃতিকভাবে বড় স্তনের নারীদের জন্য উপযুক্ত, যখন ছোট স্তনের নারীদের উপরে থাকা বাঞ্ছনীয়। নারীদের ছোট স্তন, বড় স্তনের চেয়ে বেশি সংবেদনশীল হতে থাকে।