Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
হাইপোলিপোপ্রোটিনেমিয়া
Другие языки:

হাইপোলিপোপ্রোটিনেমিয়া

Подписчиков: 0, рейтинг: 0
হাইপোলিপোপ্রোটিনেমিয়া
বিশেষত্ব অন্তঃক্ষরা গ্রন্থিবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

হাইপোলিপোপ্রোটিনেমিয়া, হাইপোলিপিডেমিয়া, হলো এক ধরনের ডিসলিপিডেমিয়া যেটিকে রক্তে লিপিড অথবা লিপোপ্রোটিনের অস্বাভাবিক নিম্ন মাত্রা দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এটি জিনগত রোগ যেমন হাইপোফলিপোপ্রোটিনেমিয়া ও হাইপোবেটালিপোপ্রোটিনেমিয়া, অপুষ্টি, অপশোষণ, ক্যান্সার, হাইপারথাইরয়েডিজম এবং লিভারের রোগের মাধ্যমে ঘটে থাকে।

কারণসমূহ

হাইপোলিপিডেমিয়ার কারণগুলোর মধ্যে রয়েছে:

রোগ নির্ণয়

রক্তের ভিতরে চর্বিযুক্ত কণার পরিমাণ অধ্যয়নের মাধ্যমে হাইপোলিপিডেমিয়া নির্ণয় করা যেতে পারে। এ পরীক্ষা করার সময় রোগীকে পরীক্ষা করার পূর্বের রাতে উপবাস করতে হবে। এর জন্য (কোলেস্টেরল-হ্রাসকারী ওষুধ ছাড়া) মানদণ্ডগুলি হলো: মোট কোলেস্টেরলের মাত্রা ১২০ mg/dL এর উপরে এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা ৫০ mg/dL এর উপরে থাকবে।

গুরুতর অসুস্থতা

গুরুতর অসুস্থতার ক্ষেত্রে, কম কোলেস্টেরলের মাত্রা ক্লিনিকাল অবস্থার অবনতির পূর্বাভাস দেয় এবং পরিবর্তিত সাইটোকাইন স্তরের সাথে সম্পর্কযুক্ত।

এএনজিপিটিএল ৩ জিনের একটি অনুলিপিতে জেনেটিক লস-অফ-ফাংশন ভেরিয়েন্ট সহ মানুষের মধ্যে সিরাম এলডিএল কোলেস্টেরলের স্তর হ্রাস করা হয়। এএনজিপিটিএল ৩ এর দুটি অনুলিপিতে লস-অফ-ফাংশন বৈকল্পিকগুলোর মধ্যে, নিম্ন এলডিএল কোলেস্টেরল, নিম্ন এইচডিএল কোলেস্টেরল এবং নিম্ন ট্রাইগ্লিসারাইড দেখা যায়।

হুফট রোগ হলো একটি বিরল অবস্থা। এক্ষেত্রে রক্তে লিপিডের মাত্রা কমে যায়, লাল ফুসকুড়ি দেখা দেয় এবং মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেয়।

চিকিৎসা

হাইপোলিপিডেমিয়া পরিত্রাণে ভিটামিন ই এর পরিপূরকগুলো শিশুদের সাহায্য করতে পারে।

আরও দেখুন

 

বহিঃসংযোগ

শ্রেণীবিন্যাস

Новое сообщение