Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
হিরাবাহ
ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) | ||
---|---|---|
এর একটি ধারাবাহিক অংশ | ||
|
||
ইসলামিক স্টাডিজ | ||
হিরাবাহ বা হিরাবা (আরবি: حرابة) হল একটি আরবি শব্দ, যার অর্থ ডাকাতি, অনৈতিক যুদ্ধ। হিরাবা শব্দটি আরবি ধাতুমূল হারব থেকে এসেছে, যার অর্থ হল রাগান্বিত ও ক্রুদ্ধ হওয়া। হারব (حَرْب, বহুবচন হুরুব حُروب) একটি বিশেষ্যবাচক শব্দ, যার অর্থ হল যুদ্ধ ব্য যুদ্ধসমূহ। ইসলামী আইনে, হিরাবাহ হল একটি আইনগত শ্রেণিবিভাগ যাতে অন্তর্ভুক্ত রয়েছে রাজপথে ডাকাতি (যাকে প্রচলিত ভাষায় সহিংস ডাকাতি বা অপহরণ হিসেবে বোঝানো হয়, চুরি নয়, চুরির শাস্তি এর থেকে আলাদা), ধর্ষণ ও সন্ত্রাসী কার্যক্রম।
মোহারেবেহ বা মুহারাবাহ (বা মুহারেবেহ) হল একটি আরবি পরিভাষা যাকে আরবি অভিধানে প্রায়সময় হিরাবাহ শব্দটির পরিবর্তে ব্যবহার করা হয়। সম্পর্কিত পরিভাষা মুহারিব (محارب) (মুহারাবাহর অপরাধে অপরাধী) শব্দটিকে ইরানের ইংরেজি গণমাধ্যমগুলোতে "এনিমি অফ গড" বা আল্লাহর শত্রু হিসেবে অনুবাদ করা হয়। ইংরেজি ভাষার গণমাধ্যমগুলোতে ইরানের মুহারাবাহকে বিভিন্নভাবে অনুবাদ করা হয়, যথা "waging war against God" বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া, "war against God and the state" বা আল্লাহ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, "enmity against God" বা আল্লাহর বিরুদ্ধে শত্রুতা। ইরানে এটি একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।