Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

হৃৎপেশীর রক্তাভাবজনিত মৃত্যু

Подписчиков: 0, рейтинг: 0

হার্ট অ্যাটাক বা হৃৎপেশীর রক্তাভাবজনিত মৃত্যু বা হৃদাঘাত হল হৃৎপিণ্ডের ধমনীর রক্তপ্রবাহে বিভিন্ন কারণে অবরোধ হয়ে হৃৎপিণ্ডের দেওয়ালের কোনো অংশের টিস্যুর মৃত্যু। একে ইংরেজিতে চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষায় "মায়োকার্ডিয়াল ইনফার্কসন" ও কথ্য ইংরেজি ভাষায় "হার্ট অ্যাট্যাক" বলে।

প্রবল হৃৎযন্ত্রণা (>৩০ মিনিট), কয়েকটি বিশেষ ইসিজি পরিবর্তন, ও কয়েকটি রক্ত পরিক্ষার দ্বারা এই হৃদরোগ নির্ধারন করা হয়। অনেক সময় সাময়িক ব্যাথার পরে রক্তপ্রবাহ পুনরায় ফিরে এলে হৃৎপেশীর সম্পূর্ণ মৃত্যু না হয়ে থাকতে পারে এবং সেক্ষেত্রে তাকে হৃৎপেশীর মৃত্যু না বলে ক্ষণস্থায়ী বক্ষযন্ত্রণা বা অ্যানজাইনা বলা হয়।

চিত্রে বিন্দু ১য়ে বাম-সম্মুখ-নিম্নগামী হৃৎধমনীতে একটি অবরোধ দেখা যাচ্ছে, যার ফলে অঞ্চল ২য়ে হৃৎপেশীর মৃত্যু (ইনফার্কসন) হয়েছে

লক্ষণ

  • বুকে অসহ্য চাপ, মোছড়ান, অস্বস্তি বা ব্যথা অনুভব।
  • বাহু, গলা, পিঠ, চোয়াল বা পাকস্থলির উপরের অংশ ব্যথা বা অস্বস্তি।
  • ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস।
  • বমি বমি ভাব, বমি হওয়া।
  • মাথা ঝিমঝিম করা।
  • ঠান্ডা ঘাম বেরিয়ে যাওয়া।
  • ঘুমে ব্যাঘাত ঘটা।
  • নিজেকে শক্তিহীন বা শ্রান্তবোধ করা।

প্রতিরোধ

বিএমআই,কোলেস্টেরল,ডায়াবেটিকসপ্রেসার নিয়ন্ত্রিত রাখা এবং ধুমপান ও মাদক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকা।

আরও দেখুন

শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান

Новое сообщение