Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
২০২০ আসাম গ্যাস ও তেল নিঃসরণ
Другие языки:

২০২০ আসাম গ্যাস ও তেল নিঃসরণ

Подписчиков: 0, рейтинг: 0
২০২০ আসাম গ্যাস ও তেল নিঃসরণ
তারিখ ২৭ মে ২০২০ (2020-05-27)
সময়
 am IST
(: UTC+05:30)
স্থানাঙ্ক ২১°৩৬′১৫″ উত্তর ৯৫°২৪′১৮″ পূর্ব / ২১.৬০৪১° উত্তর ৯৫.৪০৫০° পূর্ব / 21.6041; 95.4050
অন্য পরিচয় তিনসুকিয়া গ্যাস নিঃসরণ
কারণ বাঘজান তেলক্ষেত্র থেকে গ্যাস নিংসরণ
মৃত ২+
মানচিত্র

২০২০ আসাম গ্যাস ও তেল নিঃসরণ, যাকে তিনসুকিয়া গ্যাস নিঃসরণ বা বাঘজান গ্যাস নিঃসরণ বলা হয়, এটি পেট্রোলিয়াম গ্যাস এবং তেল নিঃসরণ যা ২৭ মে ২০২০ সালে ভারতের আসামের তিনসুকিয়া জেলায় জন এনার্জি প্রাইভেট লিমিটেড পরিচালিত অয়েল ইন্ডিয়া লিমিটেডের বাঘজান তেলক্ষেত্রে ঘটে। কয়েক হাজার মানুষ এবং বেশ কয়েকটি গ্রাম সরিয়ে নেওয়া হয়। আশেপাশের অঞ্চলে বেশ কয়েকটি জলজ প্রাণীর মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২০ সালের ৫ জুন পর্যন্ত, গ্যাসের অনিয়ন্ত্রিতভাবে নিঃসরণের খবর পাওয়া যায়। সিঙ্গাপুরভিত্তিক সংস্থার বিশেষজ্ঞদের একটি দলকে পরিস্থিতি পরিদর্শন করার জন্য এবং ওআইএল ও ওএনজিসি দলগুলিকে সহায়তা করার জন্য ডাকা হয়।

আগুন এবং ক্ষতি

২০২০ সালের ৯ জুন, তেল কূপে আগুন লাগে। আগুন দ্রুত একটি বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি গাছ, ফসল এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। আগুনের ফলে দু'জন কর্মচারীরও মৃত্যু হয়। এর কারণে পরিবেশ কর্মী, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের দ্বারা রাজ্যের কয়েকটি অংশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ওআইএল পরে বলে যে পুনরুদ্ধারে চার সপ্তাহ সময় লাগবে। আশেপাশের ডিব্রু-সাইখোয়া জাতীয় উদ্যানের কিছু সংবেদনশীল প্রজাতি সহ আশেপাশের অঞ্চলের বন্যজীবনও ক্ষতিগ্রস্ত হয়। পরে জানা যায় আরও ক্ষতিকারক রাসায়নিকগুলি আরও ক্ষতির সম্ভাবনা তৈরি করে মুক্তি পেয়েছে।

অপসারণ

কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় এবং এলাকায় জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী মোতায়েন করা হয়। ভারতীয় বিমানবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীও সহায়তা করে। ওআইএল ঘোষণা করে যে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে তারা ক্ষতিপূরণ হিসাবে ৩০,০০০ টাকা প্রদান করবে।

বহিঃসংযোগ


Новое сообщение