Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
২০২০ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ
Другие языки:

২০২০ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ

Подписчиков: 0, рейтинг: 0
২০২০ বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণ
তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০ (2020-09-04)
সময় আনু. রাত ৮:৩০ বামাস
অবস্থান বায়তুস সালাত মসজিদ, ফতুল্লা, সদর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ
স্থানাঙ্ক ২৩°৩৮′৪৬″ উত্তর ৯০°২৯′৮″ পূর্ব / ২৩.৬৪৬১১° উত্তর ৯০.৪৮৫৫৬° পূর্ব / 23.64611; 90.48556
কারণ পাইপলাইনে ত্রুটিজনিত কারণে গ্যাস নিঃসরণ
মৃত ৩৪
আহত ৫০

২০২০ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৪ জন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হন।

বিস্ফোরণ

মসজিদের মেঝের নিচ দিয়ে যাওয়া পাইপলাইনের ত্রুটির কারণে নিঃসরিত গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। স্থানীয় সময় আনুমানিক ৮:৩০ মিনিটে মসজিদের নিচ তলায় স্থাপিত ছয়টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র একত্রে বিস্ফোরিত হয়। ঘটনার পূর্বে মসজিদ এলাকায় বিভ্রাটজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ সরবরাহ চালুর কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে থাকতে পারে। আগে থেকে গ্যাস নিঃসরণের কারণে যন্ত্রগুলো বিস্ফোরিত হয়।

তদন্ত

ঘটনার পর গঠিত তদন্ত কমিটিগুলো "লিকেজ হওয়া মিথেন গ্যাস, আবদ্ধ কামরা আর বৈদ্যুতিক লাইনের চেঞ্জ ওভার", এ তিনটি বিষয়কে বিস্ফোরণের নেপথ্য কারণ বলে সিদ্ধান্তে উপনীত হয়।

তদন্তে বলা হয়, ৪ সেপ্টেম্বর সকাল থেকেই মসজিদে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। মসজিদের মুসল্লিরা এশার নামাজের ফরজ আদায় করে অনেকে মসজিদ থেকে বের হয়ে যান। আনুমানিক ৮টা ৪৫ মিনিটের সময় বিদ্যুৎ চলে যায়। এ সময় অনেক মুসল্লি সুন্নতসহ অন্যান্য নামাজ আদায় করছিলেন। মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন এ সময় বিদ্যুতের লাইন পরিবর্তন করতে গেলে স্ফুলিঙ্গ হয়। এ সময় দরজা-জানালা বন্ধ থাকায় মসজিদে জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়। এতে মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের শরীরে আগুন ধরে যায়। এছাড়া মসজিদটি যেখানে নির্মাণ করা হয়েছে সেই রাস্তাটি অনেক সরু এবং নিচু এলাকা হওয়ায় দগ্ধ ও হতাহতের সংখ্যা বেড়েছে বলেও তদন্তে বলা হয়।

৩১ ডিসেম্বর ২০২০ সালে ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। ১৭ জানুয়ারি ২০২১ সালে আত্মসমর্পণের পর ২২ জন আসামিকে জামিন দেয়া হয়।


Новое сообщение