Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

পরিব্যক্তি

Подписчиков: 0, рейтинг: 0

পরিব্যক্তি বা মিউটেশন (ইংরেজি:Mutation) হল কোষ জিনোমের ডিএনএ গঠনের স্থায়ী পরিবর্তন।

ডিএনএ রেপ্লিকেশনের(প্রতিলিপায়ন/প্রতিলিপন/অনুলিপন) সময়, বিশেষ করে প্রজনন কোষে মিয়োসিস (ন্যূনাতি/ন্যূনয়ন) কোষ বিভাজনের সময় ভ্রান্তির ফলাফল হিসেবে পরিব্যাক্তি বা মিউটেশন ঘটতে পারে যা স্থায়ীভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়। এছাড়াও কোন কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে (যেমনঃ রেডিয়েশন (বিকিরণ) বা কারসিনোজেনের (কর্কটজনী) প্রভাবে ডিএনএ রিপেয়ার ভুল সিকোয়েন্সে (অনুক্রম) হওয়ার সুযোগ থাকে।ডিএনএ রেপ্লিকেশনের সময় (ট্রান্সলেসন সিন্থেসিস/ অনুলেখন সংশ্লেষণে ভুলের কারণেও মিউটেশন দেখা দেয়। এছাড়াও ডিএনএতে বাইরের কোন উপাদানের মাধ্যমে সিকুয়েন্সে নতুন উপাদান যুক্ত অথবা মুছে ফেলার দরুনও মিউটেশন সংঘটিত হতে পারে।

পরিব্যক্তি সংঘটিত হলে তা জিনের উপাদানে পরিবর্তন ঘটায়, অথবা জিনের কার্যক্রমে বাধাদান করে, অথবা কোন প্রতিক্রিয়াই ঘটে না। ড্রসোফিলা মাছিতে করা গবেষণার উপর প্রস্তাব করা হয়েছে যে, মিউটেশনে যদি জিন কর্তৃক সৃষ্ট প্রোটিনে পরিবর্তন আসে, তবে তা ক্ষতিকারক হতে পারে, যেখানে উক্ত মিউটেশনের ৭০ শতাংশেই ক্ষতিকারক প্রভাব থাকে, এবং বাকি অংশ নিরপেক্ষ বা সামান্য উপকারী হতে পারে।

প্রকারভেদ:

মিউটেশন সাধারণত পাঁচ ধরনের হয়। যথা:

১.অন্তর্যোজন, অপনোদন ( এখানে কোন ডিএনএ এর ভিতরে অন্য কোন নিউক্লিওটাইড সিকোয়েন্সের প্রবেশ ঘটে অথবা কোন নিউক্লিওটাইড সিকোয়েন্স বাদ পড়ে যায়)

২. দ্বিবিধকরন(এখানে কোন নিউক্লিওটাইড সিক্যুয়েন্সের অনুরূপ কপি তৈরি হয় এবং ডিএনএর সাথে জুড়ে যায়)

৩. পরা-স্হানান্তর (এখানে দুইটি ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে কোন নিউক্লিওটাইড সিকোয়েন্সের অংশ বিনিময় হয়)

৪. (এখানে একটি নিউক্লিওটাইড সিকোয়েন্স ভেঙে যায় এবং সে পূর্বে যে অবস্থায় ছিল ঠিক তার বিপরীত অবস্থায় পুনরায় ডিএনএর সাথে লেগে যায়)

৫. (মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো যদি সঠিক ভাবে আলাদা হতে না পারে তখন এ ধরনের প্রকরণ দেখা যায়)

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ


Новое сообщение