Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
হিস্টোন
জীববিজ্ঞানে, ইউক্যারয়োটিক প্রাণীকোষের নিউক্লাইয়ে প্যাকেজ হয়ে ডিএনএর গাঠনিক একককে সুষমভাবে রাখা উচ্চ এলকালাইন যে প্রোটিন পাওয়া যায়, এদের হিস্টোন বলে। ক্রোমাটিনের প্রধান প্রোটিন অংশ হিসেবে ডিএনএন কে আবদ্ধ করে রাখতে , জিন রেগুলেশনে হিস্টোন অবদান রাখে। হিস্টোনের অনুপস্থিতিতে ক্রোমোজোমের দৈর্ঘ্য অনেক লম্বা হত। মানবদেহে প্রায় ১.৮ মিটার দৈর্ঘ্যের ২৩ জোড়া ক্রোমোজম। হিস্টোন না থাকলে ৯০ মাইক্রোমিটার ক্রোমাটিন মাইটোসিস প্রক্রিয়ায় প্রতিরূপ তৈরি করে প্রায় ১২০ মাইক্রোমিটার দৈর্ঘের ক্রোমোজোম তৈরি করতো।
শ্রেণী ও হিস্টোনের প্রকারভেদ
প্রধান পাঁচ হিস্টোন পরিবার এখন পর্যন্ত পাওয়া যায়। এরা হচ্ছে- H1/H5, H2A, H2B, H3, and H4. হিস্টোন এইচ২এ (H2A),এইচ২বি (H2B),এইচ৩(H3) এবং এইচ৪(H4) প্রধান বা কোর হিস্টোন নামে পরিচিত। হিস্টোন এইচ১/এইচ৫(H1/H5) লিংকার হিস্টোন বলা হয়।
মানবদেহের হিস্টোন প্রোটিনের তালিকা লিপিবদ্ধ করা হল:
বৃহৎ পরিবার | পরিবার | সাব-পরিবার | সদস্য |
---|---|---|---|
লিংকার | H1 | H1F | H1F0, H1FNT, H1FOO, H1FX |
H1H1 | HIST1H1A, HIST1H1B, HIST1H1C, HIST1H1D, HIST1H1E, HIST1H1T | ||
প্রধান বা কোর | H2A | H2AF | H2AFB1, H2AFB2, H2AFB3, H2AFJ, H2AFV, H2AFX, H2AFY, H2AFY2, H2AFZ |
H2A1 | HIST1H2AA, HIST1H2AB, HIST1H2AC, HIST1H2AD, HIST1H2AE, HIST1H2AG, HIST1H2AI, HIST1H2AJ, HIST1H2AK, HIST1H2AL, HIST1H2AM | ||
H2A2 | HIST2H2AA3, HIST2H2AC | ||
H2B | H2BF | H2BFM, H2BFS, H2BFWT | |
H2B1 | HIST1H2BA, HIST1H2BB, HIST1H2BC, HIST1H2BD, HIST1H2BE, HIST1H2BF, HIST1H2BG, HIST1H2BH, HIST1H2BI, HIST1H2BJ, HIST1H2BK, HIST1H2BL, HIST1H2BM, HIST1H2BN, HIST1H2BO | ||
H2B2 | HIST2H2BE | ||
H3 | H3A1 | HIST1H3A, HIST1H3B, HIST1H3C, HIST1H3D, HIST1H3E, HIST1H3F, HIST1H3G, HIST1H3H, HIST1H3I, HIST1H3J | |
H3A2 | HIST2H3C | ||
H3A3 | HIST3H3 | ||
H4 | H41 | HIST1H4A, HIST1H4B, HIST1H4C, HIST1H4D, HIST1H4E, HIST1H4F, HIST1H4G, HIST1H4H, HIST1H4I, HIST1H4J, HIST1H4K, HIST1H4L | |
H44 | HIST4H4 |
ইতিহাস
১৮৮৪ সালে বিজ্ঞানী আলব্রেখট কোসেল হিস্টোনের অস্তিত্ব আবিষ্কার করেন। ১৯শতকে জার্মান শব্দ "হিস্টোন" থেকে এর নামকরণ করা হয়, যা মূলতঃ গ্রীক শব্দ হিস্টানি বা হিস্টোস থেকে এসেছে।
অন্যান্য ক্ষেত্র
ডিএনএ ক্ষতি
হিস্টনের পরিবর্তন ডিএনএর গাঠনিক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও অতিবেগুনী রশ্মি হতে ডিএনএর সুরক্ষা হিস্টোন নিশ্চিত করে।
- সেরিন ১৩৯serine 139 (γH2AX) তে এইচ২এ এক্স (H2AX) এর ফসফোরাইলেশন
- গামা এইচ২এএক্স (gamma H2AX) নামে পরিচিত একটি ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ব্রেক মার্কার, ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তৈরি হয়। ডিএনএ ডাবল স্ট্র্যান্ডে ভাঙ্গন ধরার আদি পর্যায়ে এইচ২এএক্স এর ফসফোরাইলেশন শুরু হয়। এটি পরীক্ষিত যে, গামা এইচ২এএক্স জিনোমের স্থায়িত্ব ধরে রাখতে ভূমিকা পালন করে।
- এইচ৩লাইসিন৫৬(H3K56Ac)-এর এসিটাইলেশন
- এইচ৩লাইসি২৬এসিএক্স জিনোমের স্থায়ীত্বের জন্য গুরুত্বপূর্ণ।p300/Rtt109 কমপ্লেক্স দ্বারা এইচ৩লাইসি২৬এসিএক্স (H3K56) এসিটাইলেটেড হয়। কিন্তু ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার কাছাকাছি এলাকায় আবার ডিএসিটাইলেটেড হয়। ফলে গুরুত্বপূর্ণ "ফোর্ক এর দূর্যোগ ঘটে না। ফাঞ্জাই এর ডিএনএ রেপ্লিকেশনে এইচ৩লাইসি২৬এসিএক্স এন্টিবায়োটিক উন্নতিকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।