Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

গ্রামীণ ব্যাংক

Подписчиков: 0, рейтинг: 0
গ্রামীণ ব্যাংক
ধরন Body Corporate (Bank Law)
শিল্প আর্থিক প্রতিষ্ঠান
প্রতিষ্ঠাকাল ২রা অক্টোবর ১৯৮৩
প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস
সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ
অবস্থানের সংখ্যা
২,৫৬৮ (জুলাই ২০১৭)
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মোঃ মোসলেহ উদ্দিন
পণ্যসমূহ ক্ষুদ্র অর্থায়ন
আয় বৃদ্ধি 12,435,830,045 Taka (176.67 million USD) (2017)
বৃদ্ধি 8,513,832,110 Taka (120.95 million USD) (2010)
বৃদ্ধি 757,241,322 Taka (10.76 million USD) (2017)
মোট সম্পদ 125,396,957,972 Taka (2010)
কর্মীসংখ্যা
২০১৩৮ (সেপ্টেম্বর ' ২০১৭)
ওয়েবসাইট grameen.com
গ্রামীণ ব্যাংক ভবন

গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক। এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হার ৯৮%।

পরিচালনা পদ্ধতি

এটি বাংলাদেশ ব্যাংক এর তালিকাভুক্ত নয়। এটি বাংলাদেশের ৫টি অ-তালিকাভুক্ত ব্যাংকের একটি।

অর্জন ও পুরস্কার

ঢাকায় নিজ দপ্তরে অধ্যাপক ইউনূস, ২০১৪

২০০৬ সালে দারিদ্র বিমোচনে অবদান রাখায় গ্রামীণ ব্যাংক এবং মুহাম্মদ ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

  1. আগাখান স্থাপত্য পুরস্কার: ১৯৮৯ (সুইজারল্যান্ড)
  2. কাজী মাহবুবউল্লাহ পুরস্কার: ১৯৯২ (বাংলাদেশ)
  3. রাজা বোঁদওয়া আন্তর্জাতিক উন্নয়ন পুরস্কার : ১৯৯৩ (বেলজিয়াম)
  4. তুন আবদুল রাজাক পুরস্কার: ১৯৯৪ (মালয়েশিয়া)
  5. স্বাধীনতা দিবস পুরস্কার: ১৯৯৪ (বাংলাদেশ)
  6. বিশ্ব বসতি পুরস্কার: ১৯৯৭ (যুক্তরাজ্য)
  7. গান্ধী শান্তি পুরস্কার: ২০০০ (ভারত)
  8. পিটার্সবার্গ পুরস্কার: ২০০৪ (যুক্তরাষ্ট্র)
  9. নোবেল শান্তি পুরস্কার: ২০০৬ (নরওয়ে)
  10. এম সি সি আই ঢাকা এর শতবর্ষ পদক পুরস্কার:২০১৪ (বাংলাদেশ)
  11. ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন এর "বেস্ট কর্পোরেট সোস্যাল রেসপন্সেবল ব্যাংক পুরস্কার :২০১৪ (যুক্তরাজ্য)
  12. আই সি এম এ বি'র বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড পুরস্কার :২০১৪ (বাংলাদেশ)

আরও দেখুন

বহিঃসংযোগ


Новое сообщение