Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

নিষ্কামিতা

Подписчиков: 0, рейтинг: 0
অযৌনকামিতার গৌরব পতাকা

নিষ্কামিতা বা অযৌনকামিতা (ইংরেজি: asexuality, এসেক্সুয়ালইটি) হল অন্যের প্রতি যৌন আকর্ষণের অভাব এবং যৌন কর্মকান্ডে আগ্রহের অভাব বা অনুপস্থিতি। একে কোন যৌন পরিচয় ধারণ না করা বা বিপরীতকামিতা ও সমান্তরাল যৌনতার প্রকরণসমূহের একটি হিসেবে ধরা হয়। ২০০৪ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, ব্রিটিশ জনগণের শতকরা ১ ভাগ অযৌনকামী।

যৌন অভিমূখীতায় নিষ্কামিতা যৌনসংযম, যৌনতাহীন জীবন এবং চিরকুমার থাকা থেকে ভিন্ন, যেগুলো ব্যক্তির আচরণ ও ধর্মবিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত, তবে যদি এটি যৌন আচরণ না হয়ে যৌন পরিচয় হয় তবে তা দীর্ঘস্থায়ী হয়। নিষ্কামী ব্যক্তিদের মধ্যে অনেকে নিজ সঙ্গীকে খুশি করার জন্য এবং সন্তান উৎপাদনের জন্য যৌন কর্মকান্ডে অংশ নেন। নিষ্কামীতা নিয়ে প্রচলিত একটি মিথ হলো, "তারা কোনো যৌনতা অনুভব করেননা," তবে এটি সঠিক নয় 'নিষ্কামীতা' হলো একটি যৌন অভিমূখীতা, বিষমকামীরা যেভাবে সমলিঙ্গের প্রতি যৌনতা অনুভব করেননা এবং সমকামীরা যেভাবে বিপরীত লিঙ্গের প্রতি যৌন কামনা অনুভব করেননা ঠিক একইভাবে অযৌনকামীগন কোনো লিঙ্গ বা অন্য কারো প্রতিই যৌনতা অনুভব করেননা। তবে অযৌনকামীরা যৌনতা উপভোগ করতে পারেন। এটা হতে পারে হস্তমৈথুনের মাধ্যমে বা অন্যভাবে

আরও দেখুন

আরও পড়ুন

বহিঃসংযোগ

বহিঃস্থ ভিডিও
A fictional film about asexuality at Amazon Studios
Antisex: No Sex and the City

Новое сообщение