Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

বর্জ্য

Подписчиков: 0, рейтинг: 0
Bucket loader dumping a load of waste at a waste depot
কঠিন বর্জ্য একটি অভিন্ন আকারে কাটা পরে

বর্জ্য হলো বিভিন্ন উৎস থেকে আসা যে সব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না, তাকে বর্জ্য বলে।

বর্জ্যের শ্রেণীবিভাগ

একে তিনভাগে ভাগ করা হয়-

.রিফিউজ (ইংরেজি: Refuge) ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা, কৃষিকার্য ইত্যাদি উৎস থেকে যে বর্জ্য পদার্থ পাওয়া যায় তাকে রিফিউজ বলে।

.মলমূত্র ঘর্মাদি (ইংরেজি: Exereat) মানুষের মলমূত্রকে এক্সক্রিয়েটা বলে।

.সালেজ (ইংরেজি: Sullage) ঘরবাড়ির বর্জ্য পদার্থ যার ভেতর মলমূত্র থাকে না তাকে সালেজ বলে।

অসুবিধা

বাতাস দুষিত করে এবং রোগ জীবাণু ছড়ায়।

জলকে দুষিত করে এবং রোগজীবাণু ছড়ায়।

মশা-মাছির মাধ্যমে বর্জ্য পদার্থ খাবারকে দুষিত করে এবং রোগ জীবাণু ছড়ায়।

পরিবেশ নোংরা করে।

দুর্গন্ধ ছড়ায়।

জীবাণুর সংক্রমণে সহায়তা করে।



Новое сообщение