Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
মানসম্মত পয়ঃনিষ্কাশন
Другие языки:

মানসম্মত পয়ঃনিষ্কাশন

Подписчиков: 0, рейтинг: 0
২০১৫ ‍সালে জনসংখ্যার সাথে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সম্পর্ক

মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা (“সাবধানতার সাথে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা” থেকে আলাদা অর্থে) বলতে বিভিন্ন অর্থে ব্যবহারযোগ্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কে বুঝায়। ইউনিসেফ এবং ডব্লিউএইচ্ও এর পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থারজয়েন্ট মনিটরিং প্রোগ্রামের(জেএমপি) উদ্যোগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল(এমডিজি) এর ৭ টি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ২০০২ সালে ব্যবহৃত হয় ।মানসম্মত সাস্থ্যব্যবস্থা র বিপরীত হচ্ছে অস্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ।এই একই শব্দ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৬ অর্জনের উদ্দেশ্যে (লক্ষ্য ৬.২, নির্দেশক ৬.২.১) ২০১৫ থেকে ব্যবহার করা হচ্ছে।

জেএমপি বার্ষিকভাবে পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করছে।২০১৫ সালে বলা হয়,৬৮% লোক মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা ব্যবহার করে।

২০১৫ সালে এই লক্ষ্যকে সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল ৬  দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবং তাতে বলা হয় মুক্তভাবে পয়ঃনিষ্কাশন,মহিলা এবং মেয়েদের এবং যারা বয়স্ক তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা এবং সর্বোপরি সবার জন্য সমান পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।নির্দেশক ৬.২.১ হচ্ছে জনগন যাতে ”মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা” এবং ”সাবান পানি দিয়ে হাত ধোয়ার সুযোগ” পায়।

সংজ্ঞা

স্যানিটেশন ভ্যালু চেইন যা টয়লেট দিয়ে শুরু
২০১৫ ‍সালে গ্রাম্য জনসংখ্যার সাথে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সম্পর্ক
২০১৫ সালের উন্নত স্বাস্থ্যব্যবস্থার সাথে সম্পর্কহীন মানুষ
স্ল্যাব সহ ল্যাট্রিন দাবাব, কেনিয়া
অনুন্নত পয়ঃনিষ্কাশন উদাহরণঃস্ল্যাব ছাড়া পিট ল্যাট্রিন লুসাকা, জাম্বিয়া

এসডিজি সময়কাল (২০১৫থেকে ২০৩০)

২০১৭ সালে জেএমপি ”মৌলিক স্বাস্থ্যব্যবস্থা” নামে একটি নতুন শব্দ আবিষ্কার করে যা বলতে ঐসব ব্যবস্থাকে বুঝায় যা ঘরবাড়ির সাথে সংযুক্ত নয়। নিচু লেভেলের ”সীমিত স্বাস্থ্যব্যবস্থা” বলতে বুঝায় যা কেবল কেবলমাত্র দুই বা তিন ঘরবাড়িতে ব্যবহৃত হয় ।এটি মৌলিক ব্যবস্থা যা ইন সিটু বা পরিবাহিত হয়।I

উন্নত স্বাস্থ্যব্যবস্থা বলতে স্বাস্থ্যসম্মত উপায়ে মানুষের সংস্পর্শ থেকে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আলাদা করাকে বুঝায়।

মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা ধাপ হচ্ছে মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ সীমিতকরণ, উন্নতিকরণ।

এমডিজি সময়কাল (২০০০ থেকে ২০১৫)

উন্নত স্বাস্থ্যব্যবস্থা বলতে স্বাস্থ্যসম্মত উপায়ে মানুষের সংস্পর্শ থেকে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আলাদা রাখা এবং তা সাসটেইনেবল স্বাস্থ্যব্যবস্থার সাথে এক নয়।জেএমপি সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যব্যবস্থা আর অস্বাস্থ্যকর সাস্থ্যব্যবস্থাকে আলাদা করা হয়।

মিলেনিয়াম ডেভলপমেন্ট গোলের জয়েন্ট মনিটরিং প্রোগ্রামের এবং পানি সরবরাহ এবং স্বাস্থ্যব্যবস্থা অর্জনের জন্য টয়লেট হবে নিম্নরূপ:

স্বাস্থ্যব্যবস্থায় যা স্বাস্থ্যসম্মত হিসাবে ধরা হয়না তা হলো:

একত্রে সকলের ব্যবহৃত বাথরুম কে জেএমপি ২০১৭ এর বার্ষিক রিপোর্ট এ দেখানো হয়নি।


Новое сообщение